পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছরপূর্তি: খাগড়াছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫ ১০:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৮তম বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) দুপুরে খাগড়াছড়ি জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারপার্সন শেফালিকা ত্রিপুরার সভাপতিত্বে এবং জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. সাবের ও পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ।
এছাড়া বক্তব্য রাখেন পরিষদ সদস্য নিটোল মণি চাকমা, প্রফেসর আব্দুল লতিফ, শহিদুল ইসলাম সুমন, সাথোয়াই প্রু চৌধুরী, মাহবুব আলম, জয়া ত্রিপুরা, বঙ্গমিত্র চাকমা, কংজ্যপ্রু মরামা, ধনেশ্বর ত্রিপুরা এবং হস্তান্তরিত বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।
বক্তারা বলেন, শান্তি চুক্তির ২৮ বছর অতিবাহিত হলেও পাহাড়ে এখনও পুরোপুরি আতঙ্ক কাটেনি। নিরাপত্তা ও ভূমি সমস্যা সমাধানের বিষয়ে স্থানীয়দের উদ্বেগের কথা উল্লেখ করে তারা বলেন, ভূমি বিরোধের স্থায়ী সমাধান হলে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে নিজেদের মধ্যে অবিশ্বাস ও সন্দেহ দূর করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
সভায় বক্তারা আরও বলেন, শান্তির বার্তা সবার কাছে পৌঁছে দিতে হবে এবং উন্নয়নের ধারাকে আরও গতিশীল করতে পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। চুক্তির সুফল ভোগের মাধ্যমে সম্প্রীতির বন্ধন অটুট রাখা ছাড়া শান্তি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তারা।
১০৯ বার পড়া হয়েছে