সারাদেশ
ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় আনিসুর রহমান আনিস (৪৫) নামের এক পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন।
ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত
এইচ এম ইমরান, ঝিনাইদহ
মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫ ১০:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় আনিসুর রহমান আনিস (৪৫) নামের এক পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন।
মঙ্গলবার সকালে কোটচাঁদপুর শহরের বলুহর বাসস্ট্যান্ডের কাছে তালমিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আনিসুর রহমান সকালে মহেশপুরের ভাড়া বাসা থেকে ডিউটিতে যোগ দিতে কোটচাঁদপুর থানার উদ্দেশে রওনা হন। পথে তালমিল এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাঁকে ধাক্কা দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত আনিসুর রহমান কোটচাঁদপুর থানায় ওয়ারলেস অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার রামনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত মহিউদ্দিন বিশ্বাসের ছেলে।
কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতব্বর বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। পালিয়ে যাওয়া ট্রাক ও এর চালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ অভিযান চালাচ্ছে।
১০৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন