পার্বত্য শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ
সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫ ৪:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়ি জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সমর্থিত তিন সহযোগী সংগঠন।
সোমবার দুপুরে মহাজনপাড়া থেকে মিছিলটি শুরু হয়ে শাপলা চত্বরসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চেঙ্গি স্কোয়ারে সমাবেশে মিলিত হয়।
মিছিল ও সমাবেশের সঞ্চালনা করেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় সহ–সাধারণ সম্পাদক সুনয় চাকমা। স্বাগত বক্তব্য রাখেন পিসিপির খাগড়াছড়ি জেলা সভাপতি জেসলেন চাকমা। এছাড়া বক্তব্য দেন পিসিপির কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা ঝিমিট, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সভাপতি জ্ঞান প্রিয় চাকমা এবং হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় আহ্বায়ক মায়া চাকমা প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, চুক্তি সম্পাদনের ২৮ বছর পেরিয়ে গেলেও বিভিন্ন সরকার নানা অজুহাতে এর পূর্ণ বাস্তবায়ন থেকে সরে এসেছে। এর ফলে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত না হয়ে বরং অশান্তি বৃদ্ধি পেয়েছে বলে তারা দাবি করেন। চুক্তি দ্রুত বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন সংগঠনের নেতারা।
তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির মোট ৭২টি ধারার মধ্যে এখন পর্যন্ত ৩৪টি ধারা সম্পূর্ণ বাস্তবায়িত হয়েছে, ১৫টি আংশিক বাস্তবায়িত এবং ৯টি বাস্তবায়নের প্রক্রিয়াধীন। বাকি ধারাগুলো দীর্ঘদিন অকার্যকর পড়ে থাকায় বক্তারা গভীর ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে তারা অভিযোগ করেন-সরকারগুলোর বিভিন্ন পদক্ষেপ পাহাড়ে অবিশ্বাস তৈরি করছে এবং একটি বিশেষ মহল চুক্তি বাস্তবায়নে অসহযোগিতা করছে।
১০৫ বার পড়া হয়েছে