বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নন্দলালপুরে দোয়া মাহফিল ও খাবার বিতরণ
সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫ ৩:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন, আপোষহীন নেত্রী ও গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে নন্দলালপুর বাজার চত্বরে এ কর্মসূচির আয়োজন করেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, এশিউর গ্রুপের চেয়ারম্যান এবং কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সভাপতি শেখ সাদী। তার এই বিশেষ উদ্যোগে স্থানীয় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং বিপুলসংখ্যক দলীয় নেতা–কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলের শুরুতে বিএনপি নেতারা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন। পরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান অনন্য। তার সুস্থতা সমগ্র জাতির প্রত্যাশা।
এ সময় কুমারখালী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। তারা দলের চেয়ারপারসনের চিকিৎসা নিয়ে সরকারের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গির আহ্বান জানান এবং গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
দোয়া মাহফিল ও খাবার বিতরণ শেষে দলীয় নেতারা এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন এবং ভবিষ্যতে আরও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার ঘোষণা দেন।
১১১ বার পড়া হয়েছে