টেকনাফে ৪ শিশু-কিশোর অপহরণ, পালিয়ে বেঁচেছে দু’জন
সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫ ৪:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কক্সবাজারের টেকনাফে খেলাধুলা করার সময় অস্ত্রধারী একদল দুর্বৃত্ত চার শিশু-কিশোরকে অপহরণ করেছে। রোববার সন্ধ্যা ৬টার দিকে বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে।
প্রথমে ছয়জনকে অপহরণ করা হলেও পরে দু’জন দুর্বৃত্তদের কবল থেকে পালিয়ে আসতে সক্ষম হয়।
অপহৃতরা হল- মো. মামুন (১৭), আনোয়ার হোসেন (১৪), গিয়াস উদ্দিন (১৫) এবং আবু বক্কর ছিদ্দিক (১৩)। পালিয়ে আসা দু’জন হলো- ইসমাইল (১৭) ও মো. শাহীন (১৩)।
স্থানীয় ইউপি সদস্য হাফেজ আহমদ জানান, সন্ধ্যার দিকে কয়েকজন শিশু-কিশোর মাঠে খেলছিল। হঠাৎ পাহাড় থেকে নেমে আসা অস্ত্রধারী দুর্বৃত্তরা তাদের জিম্মি করে পাহাড়ি গহিন অঞ্চলে নিয়ে যায়। পরে সুযোগ পেয়ে দুই কিশোর পালিয়ে গ্রামে ফিরে আসে।
তিনি আরও জানান, ঘটনাটি জানার পর পুলিশকে অবহিত করা হয়েছে। স্থানীয়রা ও ইউপি সদস্যের নেতৃত্বে রাত থেকেই পাহাড়ে উদ্ধার অভিযান চলছে।
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক দুর্জয় বিশ্বাস বলেন, ঘটনার খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ শুরু করেছে। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবুও অপহৃতদের উদ্ধারে পুলিশ মাঠে কাজ করছে।
টেকনাফের বিভিন্ন এলাকায় অপহরণ নতুন নয়। কক্সবাজার জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত এক বছরে এ অঞ্চলে ২৬৪টি অপহরণের ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ ক্ষেত্রেই মুক্তিপণ আদায়ের পর অপহৃতদের ছেড়ে দেওয়া হয়। সাম্প্রতিক এই অপহরণটিও একই কারণে হয়েছে বলে ধারণা স্থানীয়দের।
১০৯ বার পড়া হয়েছে