মিস ইন্টারন্যাশনাল ২০২৫: ‘বেস্ট ইন ইভনিং গাউন’ খেতাবে সেরা বাংলাদেশি জেসিয়া ইসলাম
শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫ ১২:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
মিস ইন্টারন্যাশনাল ২০২৫–এর গ্র্যান্ড ফাইনালে ‘বেস্ট ইন ইভনিং গাউন’ বিভাগে শিরোপা জিতলেন বাংলাদেশের প্রতিনিধি জেসিয়া ইসলাম। যদিও তিনি সেরা ২০–এ জায়গা পাননি, তবে ক্যারিয়ারের অল্প সময়ে বিশ্বমঞ্চে এমন স্বীকৃতি তাঁর জন্য এক উল্লেখযোগ্য অর্জন।
জেসিয়ার গালা লুকের কেন্দ্রবিন্দু ছিল কালো রঙের বিশেষ ইভনিং গাউন, যার নকশা ও নির্মাণে নেতৃত্ব দিয়েছেন দেশের লাক্সারি ফ্যাশন ডিজাইনার সানায়া কতুরের প্রতিষ্ঠাতা সানায়া চৌধুরী। জেসিয়ার জন্য মোট সাতটি পোশাক তৈরি করেন তিনি। জানান, প্রায় এক মাস ধরে সূক্ষ্ম পরিকল্পনা ও কারুকাজে তৈরি হয়েছে গাউনটি।
গাউনটির মূল কাঠামো স্লিম শিথ সিলুয়েটে, যার ওপর বোনা হয়েছে কালো–রুপালি গ্রিড টেক্সচার। প্রতিটি ডায়মন্ড ফ্রেমে হাতের কাজের ক্রিস্টাল ও সিকুইন যুক্ত হয়ে তৈরি করেছে ঝিলমিল আলো–ছায়ার প্রভাব। সবচেয়ে নজরকাড়া অংশ ছিল থ্রিডি স্কাল্পচারড শোল্ডার উইং—বক্ষরেখা থেকে কাঁধ ঘিরে ঢেউয়ের মতো উঠে গিয়ে পোশাকটিকে দিয়েছে স্থাপত্যীয় ও ভবিষ্যতধর্মী আবেদন।
মাইক্রো–প্লিটেড অরগানজায় তৈরি উইং স্ট্রাকচারের ভেতরে ছিল ইন্ডাস্ট্রিয়াল গ্রেড বোনিং ও হিট–শেপড সাপোর্ট। পুরো উইংটি ডান পাশ থেকে শুরু হয়ে পেছনে বক্ররেখায় নেমে গেছে, যা গাউনে যুক্ত করেছে নাটকীয়তা। থাই–হাই স্লিট, মিনিমাল স্ট্রাকচারিং এবং হাতে করা এমবলিশমেন্ট লুকটিকে করেছে আরও আধুনিক ও ইম্প্যাক্টফুল।
জেসিয়ার শারীরিক গঠনের সঙ্গে নিখুঁতভাবে মানিয়ে নেওয়ার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত ফিটিংয়ের কাজ করা হয়েছে বলে জানান সানায়া। তাঁর ভাষায়, “প্রতিটি ইঞ্চি আমরা বারবার মেপে নিয়েছি। জেসিয়া ওজন কমাতেই থাকছিল, তাই ফাইনাল মুহূর্ত পর্যন্ত ফিটিং ঠিক করতে হয়েছে।”
পুরস্কারটি দেওয়া হয় মূলত পোশাকের সৃজনশীলতা, নকশার মান, ফিটিং এবং প্রতিযোগী কতটা স্বাচ্ছন্দ্যে তা উপস্থাপন করছেন—এসব বিবেচনায়। সানায়ার বানানো গাউন ও জেসিয়ার আত্মবিশ্বাসী ক্যারির ফলে এ বছরের ‘বেস্ট ইন ইভনিং গাউন’ খেতাবটি উঠে আসে বাংলাদেশের হাতে।
অসুস্থতার কারণে সানায়া ফাইনাল দেখতে পারেননি। জেসিয়ার মেসেজ দেখে ঘুম থেকে উঠে তিনি প্রথম জানতে পারেন এই সুখবর। পরে চারদিক থেকে আসতে থাকে অভিনন্দনের বার্তা।
মিস ইন্টারন্যাশনালের মঞ্চে এই স্বীকৃতি বাংলাদেশের জন্য নতুন দিগন্ত খুলে দিল। এর আগেও আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্স-এর ফাইনালে বাংলাদেশের তানজিয়া জামান মিথিলার ইভনিং গাউনও ডিজাইন করেছিলেন সানায়া চৌধুরী।
১১৩ বার পড়া হয়েছে