ঢাকায় কোন এলাকায় কত বাড়িভাড়া হবে, নির্দেশিকা দেওয়া হবে
বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ ৬:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ভবিষ্যতে প্রতিটি এলাকার জন্য বাড়িভাড়ার সীমা নির্ধারণের একটি নীতিগত নির্দেশিকা প্রকাশ করবে।
সংস্থার প্রশাসক মোহাম্মদ এজাজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নগর ভবনে এক গোলটেবিল বৈঠকে এ তথ্য জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন বাড়িওয়ালা, ভাড়াটিয়া এবং অন্যান্য সংশ্লিষ্টরা। এ সময় প্রশাসক বলেন, 'কোন এলাকায় কত ভাড়া হতে পারে, সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া কত, তার একটি সম্ভাব্য তালিকা আমরা তৈরি করছি। স্থানীয় জমির মূল্যসহ অন্যান্য বিষয় বিবেচনা করে এটি বাস্তবসম্মত হবে।'
তিনি আরও জানান, 'নিয়ম ও আইনকে প্রাধান্য দিয়ে আমরা এই নির্দেশিকা তৈরি করবো। এটি ডিসেম্বরের মধ্যে প্রস্তুত হবে বলে আশা করছি, যাতে নতুন বছর থেকে কার্যক্রম শুরু করা যায়।'
ডিএনসিসির প্রশাসক এজাজ বলেন, 'বাংলাদেশে বাড়িভাড়া আইন আছে। অনেকেই এ বিষয়ে অবহিত নয়। আমরা আইন অনুযায়ী কাজ করব এবং সচেতনতা বৃদ্ধির জন্য ক্যাম্পেইন পরিচালনা করব।'
প্রশাসক জানান, ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের চুক্তিপত্রের নমুনা ডিএনসিসির ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া ওয়ার্ডভিত্তিক ভাড়াটিয়া-বাড়িওয়ালাদের সমিতি গঠন করা হবে, যাতে উভয় পক্ষই তাদের ন্যায্য অধিকার আদায় করতে পারে। যদি কোনো বিরোধ সমাধান না হয়, তবে পরবর্তীতে উভয় পক্ষ ডিএনসিসির আঞ্চলিক কার্যালয়ে যোগাযোগ করতে পারবেন।
১০৬ বার পড়া হয়েছে