জাতীয়
রাজধানীর মগবাজারের দিলুরোড এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রাজধানীর মগবাজারে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ ৫:১২ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর মগবাজারের দিলুরোড এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনটিতে লাগা আগুন ছড়িয়ে পড়ে পাশের বস্তিতে। এতে বস্তির অন্তত চারটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন আরও বড় ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের উৎস বা ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও কর্মীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
১০৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন