আইরিশদের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়, চট্টগ্রামে বাংলাদেশের বড় হার
বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ ৫:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ।
১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে লিটন দাসের দল। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) টস জিতে আইরিশদের ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় আয়ারল্যান্ড। দলের হয়ে হ্যারি টেক্টর ঝড়ো ব্যাটিংয়ে ৪৫ বলে অপরাজিত ৬৯ রান করেন। এছাড়া টিম টেক্টর ৩২ এবং পল স্টার্লিং যোগ করেন ২১ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে তানজিম হাসান সাকিব ২টি এবং রিশাদ ও শরীফুল ইসলাম একটি করে উইকেট শিকার করেন।
জবাব দিতে নেমে শুরুতেই ধস নামে বাংলাদেশের ইনিংসে। মাত্র ১৮ রানের মধ্যেই চার শীর্ষ ব্যাটার-তানজিদ তামিম (২), লিটন দাস (১), পারভেজ ইমন (১) ও সাইফ হাসান (৬)-প্যাভিলিয়নে ফেরেন। পরে তাওহিদ হৃদয় ও জাকের আলি মিলে গড়েন ৪৮ রানের জুটি। আশা জাগানো এই জুটি ভাঙতেই ফের ব্যাটিং ব্যর্থতায় পড়ে দল। জাকের ২০ রান করে আউট হওয়ার পর দ্রুতই সাজঘরে ফেরেন তানজিম সাকিব (৫) এবং রিশাদ-নাসুম কেউই রান নিতে পারেননি।
একপ্রান্ত ধরে রেখে লড়াই করে ফিফটি পূর্ণ করেন তাওহিদ হৃদয়। শেষ পর্যন্ত ৫০ বলে ৮৩ রানের দুর্দান্ত অপরাজিত ইনিংস খেললেও তাকে সঙ্গ দিতে পারেননি দলের অন্য কেউ। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৪২ রান। আয়ারল্যান্ডের পক্ষে ম্যাথিউ হ্যাম্পায়ার্স একাই নেন ৪টি উইকেট।
ব্যাটিং দুর্বলতার খেসারত দিয়ে সিরিজের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হারল বাংলাদেশ।
১০৮ বার পড়া হয়েছে