গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, নতুন ভর্তি ৫৬৭
বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ ১০:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৭ জন রোগী।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুর কারণে মোট ৩৭৭ জন মারা গেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ৭৮৪ জন রোগী।
চলতি বছরে অক্টোবর ছিল ডেঙ্গু মৃত্যুর দিক থেকে সর্বোচ্চ ঝুঁকির মাস- এ মাসে মারা যান ৮০ জন। তবে নভেম্বরে মৃতের সংখ্যা ইতোমধ্যে তা অতিক্রম করে দাঁড়িয়েছে ৯৯ জনে।
উল্লেখ্য, স্বাস্থ্য অধিদফতর ২০০০ সাল থেকে ডেঙ্গু সংক্রমণ ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করে আসছে। এর মধ্যে ২০২৩ সাল ছিল ডেঙ্গু পরিস্থিতির সবচেয়ে ভয়াবহ বছর। সে বছরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যুবরণ করেন রেকর্ড ১ হাজার ৭০৫ জন।
১০৫ বার পড়া হয়েছে