জাতীয়
দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিভিন্ন পর্যায়ে কর্মরত সব কর্মকর্তাকে সম্পদের হিসাব দাখিল বাধ্যতামূলক করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন পেয়েছে।
দুদকের সব কর্মকর্তার সম্পদের বিবরণ বাধ্যতামূলক: প্রেস সচিব
স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ ৯:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিভিন্ন পর্যায়ে কর্মরত সব কর্মকর্তাকে সম্পদের হিসাব দাখিল বাধ্যতামূলক করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন পেয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ-২০২৫ অনুমোদন হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বিকেলে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নতুন সংশোধনী অনুযায়ী দুদকে কর্মরত প্রত্যেক কর্মকর্তাকে বাধ্যতামূলকভাবে তাদের সম্পদের বিবরণ জমা দিতে হবে।
১০৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন