সর্বশেষ

জাতীয়ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পের কম্পন অনুভূত
প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার ২১ বছর, জয়ের ৫ বছর এবং পুতুলের ৫ বছর কারাদণ্ড
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, নতুন ভর্তি ৫৬৭
সৌদি আরবসহ সাত দেশে প্রবাসীদের ভোট নিবন্ধন সাময়িক স্থগিত
দুদকের সব কর্মকর্তার সম্পদের বিবরণ বাধ্যতামূলক: প্রেস সচিব
দেশজুড়ে ১৩৬ পুলিশ পরিদর্শকের বদলি
হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া
সারাদেশঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ১০ জন আহত, বাড়িঘর ভাংচুর
আন্তর্জাতিকহংকংয়ে আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫৫
পেরুর সাবেক প্রেসিডেন্ট মার্টিন ভিজকারার ১৪ বছরের কারাদণ্ড
চীনে ট্রেনের ধাক্কায় ১১ রেলশ্রমিকের মৃত্যু
মিয়ানমারে ৩ হাজার রাজবন্দি মুক্তি, ৫৫০০ জনের অভিযোগ প্রত্যাহার
হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি
খেলাবিপিএল শুরু ১৯ ডিসেম্বর, ফাইনাল ১৬ জানুয়ারি
এমবাপ্পের চার গোলেও রিয়ালের কষ্টার্জিত জয় গ্রিসে
আন্তর্জাতিক

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫৫

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ ৯:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
হংকংয়ের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫৫ জনের মৃত্যু হয়েছে। এখনো প্রায় ৩০০ মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে আশঙ্কা করা হচ্ছে।

বহুতল ভবনগুলোর চূড়ায় আগুন ও ধোঁয়ার তীব্রতার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে ৩২তলা এই টাওয়ার ব্লকগুলোর কয়েকটিতে আগুন ছড়িয়ে পড়ে। টানা ২৪ ঘণ্টা চেষ্টা চালিয়েও দমকল কর্মীরা এখনো ওপরের তলাগুলোতে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন।

পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নির্মাণ কোম্পানিগুলোর ‘চরম অবহেলা’ থেকেই এ দুর্ঘটনা ঘটতে পারে। ভবনের চারপাশে যে মেশ শিট ও প্লাস্টিকের আবরণ ব্যবহার করা হয়েছিল, তা নিরাপত্তার নির্ধারিত মান পূরণ করেনি বলে সন্দেহ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত হয়নি এমন ব্লকগুলোর কিছু জানালায় অপর্যাপ্ত মানের ফোম উপাদানও পাওয়া গেছে, যা দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা নির্মাণ কোম্পানি লাগিয়েছিল।

হংকং পুলিশ সুপার আইলিন চুং জানান, অগ্নিকাণ্ডে বহু প্রাণহানির পেছনে সংশ্লিষ্ট কোম্পানির অবহেলাই দায়ী বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে। এ ঘটনায় কোম্পানির দুই পরিচালক ও এক প্রকৌশলীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ নির্মাণ কোম্পানির অফিসে তল্লাশি চালিয়ে ওয়াং ফুক কোর্টসংক্রান্ত সব নথি জব্দ করেছে।

১৯৮৩ সালে নির্মিত ওয়াং ফুক কোর্ট আটটি ব্লক নিয়ে গঠিত, যেখানে প্রায় ২,০০০ আবাসিক ইউনিটে ৪,৬০০ জনের বেশি মানুষ বসবাস করতেন। ভবনগুলোতে সম্প্রতি সংস্কার কাজ চলছিল।

কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকাল নাগাদ সাতটি ব্লকের মধ্যে চারটিতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বাকিগুলোতে এখনো অভিযান চলছে। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা যায়, বাঁশের ভারা ও সবুজ নির্মাণ বেড়া ঘেরা কিছু ভবনে এখনো আগুনের শিখা দেখা যাচ্ছে। ঐতিহ্যবাহী নির্মাণভিত্তিক বাঁশের ভারা নিরাপত্তা ঝুঁকির কারণে মার্চ মাস থেকে ধীরে ধীরে নিষিদ্ধ করা হচ্ছে।

মৃতদের মধ্যে একজন দমকল কর্মীও রয়েছেন। আহত ৪৫ জনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন। হংকংয়ের প্রধান নির্বাহী জন লি বলেন, আগুন নিয়ন্ত্রণ ও আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

এখনো ২৭৯ জন নিখোঁজ এবং প্রায় ৯০০ মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।
 

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন