এমবাপ্পের চার গোলেও রিয়ালের কষ্টার্জিত জয় গ্রিসে
বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ ৫:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গ্রিস সফরে শুরুতেই বিপাকে পড়েছিল রিয়াল মাদ্রিদ। কারাইসকাকিস স্টেডিয়ামে ম্যাচের মাত্র ৮ মিনিটেই অলিম্পিয়াকোসকে এগিয়ে নেন পর্তুগিজ স্ট্রাইকার চিকুইনহো। তবে গোল খেয়ে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে জাবি আলোনসোর দল।
২২তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে সমতা ফেরান কিলিয়ান এমবাপ্পে। এরপর মাত্র সাত মিনিটের ব্যবধানে আরও দুইবার জালের দেখা পেয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন ফরাসি তারকা। ২৪ মিনিটে দলকে প্রথমবার লিড এনে দেওয়ার পর, ২৯ মিনিটে আর্দা গুলের অসাধারণ সরবরাহ থেকে নিজের তৃতীয় গোলটি করেন তিনি। প্রথমার্ধ শেষ হয় রিয়ালের ৩-১ ব্যবধানের ব্যবধানে।
বিরতির পর মাঠে নেমে দ্রুতই এক গোল শোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় অলিম্পিয়াকোস। তবে ৬০ মিনিটে আবারও ভিনিসিয়ুসের অ্যাসিস্ট থেকে গোল করে নিজের চতুর্থটি করেন এমবাপ্পে-ক্রিস্টিয়ানো রোনালদোর পর চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচে চার গোলের এই বিরল পরিসংখ্যান স্পর্শ করেন তিনি।
শেষদিকে মরিয়া হয়ে লড়াই চালিয়ে যায় গ্রিক জায়ান্টরা। ৮২ মিনিটে ব্যবধান কমিয়ে ৪-৩ করলেও শেষ পর্যন্ত সমতায় ফিরতে পারেনি তারা। কষ্টার্জিত এই জয় রিয়ালকে এনে দিয়েছে মূল্যবান তিন পয়েন্ট, যা নিয়ে ১২ পয়েন্টে তারা লাফিয়ে উঠেছে টেবিলের পাঁচ নম্বরে।
১২০ বার পড়া হয়েছে