সর্বশেষ

খুলনায় বাউল আবুল সরকারের মুক্তি দাবিতে মানববন্ধনে হামলা
জাতীয়পূর্বাচলে প্লট বরাদ্দে জালিয়াতি: শেখ হাসিনা-জয়সহ ২৩ জনের বিরুদ্ধে রায় আজ
সারাদেশবাগেরহাটে কিশোরীর আত্মহত্যা, পুলিশ ময়নাতদন্তের অপেক্ষায়
বাউল শিল্পীদের ওপর হামলা: অজ্ঞাত বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা
আন্তর্জাতিকমিয়ানমারে ৩ হাজার রাজবন্দি মুক্তি, ৫৫০০ জনের অভিযোগ প্রত্যাহার
হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি
হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪৪, নিখোঁজ ২৭৯
খেলাএমবাপ্পের চার গোলেও রিয়ালের কষ্টার্জিত জয় গ্রিসে
সারাদেশ

নওগাঁয় জমে উঠেছে নির্বাচন প্রস্তুতি, সদর আসনে এখনো প্রার্থী দেয়নি বিএনপি

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ ৪:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নওগাঁর রাজনৈতিক প্রেক্ষাপটে ১৯৯১ থেকে ২০০৮ সালের আগ পর্যন্ত আধিপত্য ছিল বিএনপির। এরপর দীর্ঘ সময় ধরে জেলার রাজনীতিতে একচ্ছত্র প্রভাব বিস্তার করে আওয়ামী লীগ।

বিএনপি ও জামায়াতে ইসলামী ছিল কার্যত কোণঠাসা। তবে গত বছরের ৫ আগস্টের পর রাজনৈতিক পালাবদলের ফলে চিত্র পাল্টে গেছে পুরোপুরি-এখন আওয়ামী লীগের অধিকাংশ নেতা-কর্মী আত্মগোপনে, আর সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জেলায় আবারও সক্রিয় হয়ে উঠেছে বিএনপি, জামায়াতসহ অন্যান্য দল।

১১টি উপজেলা নিয়ে গঠিত নওগাঁয় সংসদীয় আসন সংখ্যা ছয়টি। এর মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি, যা দলের ভেতরে কিছুটা ক্ষোভের সৃষ্টি করেছে। নওগাঁ-৫ (সদর) আসনটি আপাতত ফাঁকা রেখেছে দল। মনোনয়ন পাওয়ার পর বিএনপির প্রার্থীরা নিয়মিত উঠান বৈঠক, লিফলেট বিতরণ, গণসংযোগ, সমাবেশসহ নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

অন্যদিকে জামায়াতে ইসলামী ছয়টি আসনেই প্রার্থী ঘোষণা করে অনেক আগে থেকেই প্রচারে নেমেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশও সব আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। এনসিপি সব আসনে নির্বাচনী প্রস্তুতির কথা জানালেও মাঠে পুরোপুরি দৃশ্যমান নয়; এখন পর্যন্ত শুধু নওগাঁ-৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে দলটি। জেলার অন্যান্য পাঁচ আসনে সাতজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহবুব আল হাসান। জাতীয় পার্টি এখনো নির্বাচনী প্রস্তুতি নেয়নি। বামপন্থী দলগুলোর মধ্যে সিপিবি দুটি আর বাসদ একটি আসনে নির্বাচন প্রস্তুতি চালাচ্ছে।


নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার)
১৯৯১ থেকে ২০০৮ পর্যন্ত এই আসনে দুইবার বিএনপি ও দুইবার আওয়ামী লীগ বিজয়ী হয়। এবার আওয়ামী লীগ মাঠে না থাকায় প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন।

বিএনপি এখানে মনোনয়ন দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানকে। তবে সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি ডা. ছালেক চৌধুরীর অনুসারীরা মনোনয়ন বঞ্চনার ক্ষোভে নির্বাচন প্রস্তুতিতে সহযোগিতা করছেন না।

ছালেক চৌধুরী জানিয়েছেন-চূড়ান্ত মনোনয়ন না হওয়া পর্যন্ত পুনর্বিবেচনার সুযোগ রয়েছে।
অন্যদিকে মোস্তাফিজুর রহমান বলছেন-অধিকাংশ নেতাকর্মী তাঁর পাশে, দূরে থাকা কয়েকজনকেও একত্র করার চেষ্টা চলছে।

এ আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম দীর্ঘদিন ধরে সক্রিয়। ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আব্দুল হক শাহ চৌধুরী, এবং এনসিপির মনোনয়ন প্রত্যাশী নিশাত আহমেদও মাঠে রয়েছেন।


নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট)
এই আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে সাবেক এমপি ও কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদক সামসুজ্জোহা খানকে, যিনি ১৯৯৬ ও ২০০১ সালে এমপি নির্বাচিত হন। তবে তাঁর সঙ্গে মনোনয়ন প্রত্যাশী ছিলেন খাজা নাজিবুল্লাহ চৌধুরী-যার কর্মী-সমর্থকরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।

সামসুজ্জোহা খান দাবি করেছেন-বিএনপি এখানে সবসময় ঐক্যবদ্ধ।
জামায়াত প্রার্থী প্রকৌশলী এনামুল হক এবং ইসলামী আন্দোলনের প্রভাষক দেলোয়ার হোসেন মাঠে প্রচারণায় ব্যস্ত।


নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী)
‘বিএনপির দুর্গ’ হিসেবে পরিচিত এ আসনে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে তিনবার এমপি হন সাবেক ডেপুটি স্পিকার আখতার সিদ্দিকী। ২০০৮ সালে আসনটি হাতছাড়া হওয়ার পর এবার পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি মনোনয়ন দিয়েছে বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুলকে।

কিন্তু মনোনয়ন না পেয়ে বিক্ষোভ করছে রবিউল আলম বুলেট এবং পারভেজ আরেফিন সিদ্দিকীর কর্মী-সমর্থকরা। পারভেজ আরেফিন দাবী করছেন-২০১৮ নির্বাচনে তিনি দেড় লাখের ওপরে ভোট পেয়েছিলেন, তাই পুনর্বিবেচনা প্রয়োজন।

ফজলে হুদা দাবি করছেন-ক্ষোভের পেছনে আওয়ামী লীগ–জামায়াতের প্ররোচনা রয়েছে এবং এলাকায় ‘ধানের শীষের গণজোয়ার’ তৈরি হয়েছে।

জামায়াতের প্রার্থী মাহফুজুর রহমান, ইসলামী আন্দোলনের মুফতি নাসির বিন আসগরও এখানে প্রতিদ্বন্দ্বিতায় আছেন।


নওগাঁ-৪ (মান্দা)
১৯৯১ সালে জামায়াতের নাছির উদ্দিন এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। মাঝে প্রার্থী না দিলেও স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত ভালো করেছে। এবার তারা মনোনয়ন দিয়েছে জেলা আমির খন্দকার আব্দুর রাকিবকে, যিনি নিয়মিত গণসংযোগ করছেন এবং জয় নিয়ে আশাবাদী।

বিএনপি প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু, তবে মনোনয়ন প্রত্যাশী এম এ মতিনের অনুসারীরা বিক্ষোভ করেছেন। এম এ মতিন বলছেন-সব আন্দোলনে সক্রিয় ছিলেন, পুনর্বিবেচনা হলে মনোনয়ন পেতে পারেন।

ডা. টিপু জানিয়েছেন-দলের সিদ্ধান্তের প্রতি তিনি শ্রদ্ধাশীল এবং দূরে থাকা নেতাদের একত্র করতে কাজ করছেন।

ইসলামী আন্দোলনের প্রার্থী এখানে সোহরাব হোসাইন ওয়ারেস।


নওগাঁ-৫ (সদর)
জেলার একমাত্র এই আসনে বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি। শোনা যাচ্ছে-এনসিপির সঙ্গে জোট হলে এ আসন ছাড়তে পারে বিএনপি। এতে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

এ আসনে বিএনপির সম্ভাব্য ছয় প্রার্থীর নাম আলোচনায়- আবু বক্কর সিদ্দিক, মামুনুর রহমান রিপন, নজমুল হক সনি, জাহিদুল ইসলাম ধলু, মাসুদ হাসান তুহিন, মাহবুবুর রহমান ডাবলু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক রিপন বলেছেন-জোটের কোনো নির্দেশনা এখনো পাওয়া যায়নি; নেতাকর্মীরা বিএনপি প্রার্থীই চান।

এনসিপির ঘোষিত প্রার্থী মনিরা শারমিন, তবে তাঁদের কার্যক্রম এখনো দৃশ্যমান নয়।

জামায়াত প্রার্থী আ স ম সায়েম এবং ইসলামী আন্দোলনের মাওলানা আব্দুর রহমান নিয়মিত মাঠে কাজ করছেন।


নওগাঁ-৬ (রাণীনগর ও আত্রাই)
বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনে ১৯৯১ থেকে ধারাবাহিকভাবে বিএনপি জয় পায়, সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির তিনবার এমপি নির্বাচিত হন। এবারও মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি, পাশাপাশি আনোয়ার হোসেন বুলুও ছিলেন তালিকায়। তবে মনোনয়ন পেয়েছেন আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম।

তিনি বলছেন-১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি; এবার ধানের শীষ বিপুল ভোটে জিতবে।

জামায়াতের প্রার্থী খবিরুল ইসলাম, ইসলামী আন্দোলন প্রার্থী মুফতি রফিকুল ইসলাম।


নওগাঁয় এখনো নির্বাচনী প্রস্তুতি নেয়নি জাতীয় পার্টি। কেন্দ্র থেকেও নির্বাচনে অংশগ্রহণের কোনো নির্দেশনা পাওয়া যায়নি বলে জানিয়েছেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইফতারুল ইসলাম বকুল।


নওগাঁয় আসন্ন নির্বাচনে সবচেয়ে শক্তিশালী উপস্থিতি এখন বিএনপি ও জামায়াতের। আওয়ামী লীগ প্রায় নিস্ক্রিয়, আর অন্যান্য দল সীমিত পরিসরে প্রচারণা চালাচ্ছে। পাঁচ আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা ঘিরে অভ্যন্তরীণ ক্ষোভ থাকলেও মাঠ পর্যায়ে উত্তাপ বাড়ছে প্রতিদিনই।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন