সর্বশেষ

খেলা

পাকিস্তানি ক্রিকেটার সালমান আগার নতুন রেকর্ড

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫ ৩:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নতুন রেকর্ড গড়েছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আগা।

এ বছর এখন পর্যন্ত ৫৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে পাকিস্তান, যা কোনো দলের সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ খেলেছে ৪৫টি ম্যাচ। উল্লেখযোগ্য বিষয় হলো, পাকিস্তানের সবগুলো ম্যাচেই অংশ নিয়েছেন সালমান।

রোববার জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ম্যাচটি ছিল সালমানের সর্বশেষ উপস্থিতি। বাবর আজমের ঝলমলে ব্যাটিং ও উসমানের দুর্দান্ত হ্যাটট্রিকে পাকিস্তান সেই ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নেয়।

এ ম্যাচ খেলেই সালমান এক বর্ষপঞ্জিকায় সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড নিজের করে নেন। তিনি ভেঙে দেন রাহুল দ্রাবিড় (১৯৯৯), মোহাম্মদ ইউসুফ (২০০০) ও মহেন্দ্র সিং ধোনির (২০০৭) যৌথ ৫৩ ম্যাচের রেকর্ড।

এর আগে এক বছরে ৫০ বা তার বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার প্রথম কীর্তি গড়েন শচীন টেন্ডুলকার, ১৯৯৭ সালে। চলতি দশকে সালমানের আগে কেবল ড্যারিল মিচেল এই মাইলফলকে পৌঁছেছিলেন—২০২৩ সালে তিনি খেলেছিলেন ৫১টি ম্যাচ।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন