দেয়াল টপকে পালানোর নিয়ে যা বললেন সংগীতশিল্পী ঐশী
সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫ ৮:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শনিবার (২২ নভেম্বর) রাতে গাজীপুরের শিমুলতলীতে ক্ষুদ্র ও কুটির শিল্প এবং বাণিজ্য মেলায় অনুষ্ঠিত কনসার্টে পারফর্ম করেন ঐশী। হাজারো দর্শকের উপস্থিতিতে জমজমাট পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
কিন্তু কনসার্ট শেষে কিছুক্ষণ পরই মেলায় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত ভাঙচুর শুরু করলে এলাকায় উত্তেজনা ছড়ায়। এরপর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, সংঘর্ষের মুহূর্তে স্টেজে থাকা ঐশী ও তার দল নাকি আটকে পড়েছিলেন এবং পরে দেয়াল টপকে সরে যান। এমনকি তার ব্যক্তিগত গাড়িও ভাঙচুরের শিকার হয়েছে বলেও দাবি করা হয়।
ঐশী এসব তথ্য পুরোপুরি মিথ্যা বলে উল্লেখ করেন। তার বক্তব্য, কনসার্ট স্বাভাবিকভাবেই শেষ হয় এবং তার টিম নিরাপদেই স্থান ত্যাগ করে। তাদের বেরিয়ে যাওয়ার পরই মেলায় বিশৃঙ্খলার ঘটনা ঘটে।
ঐশীর মা নাসিমা মান্নানও সংবাদমাধ্যমের কিছু প্রতিবেদনে ভুল তথ্য প্রকাশের অভিযোগ তোলেন। তিনি জানান, অনেকে বলছে ঐশীকে নাকি অবরুদ্ধ করা হয়েছিল, কিন্তু এসবের ভিত্তি নেই। ঐশী অনুষ্ঠান শেষ করেই স্বাভাবিকভাবে বেরিয়ে এসেছে, এরপরই মারামারি শুরু হয়।
ঘটনার পর ঐশী তার অফিসিয়াল ফেসবুক পেজেও একটি বিবৃতি দেন। সেখানে তিনি লেখেন যে কনসার্ট শেষ করে বেরিয়ে যাওয়ার পর মেলায় সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে তার বা তার দলের কোনো সংশ্লিষ্টতা নেই। পাশাপাশি সামাজিক মাধ্যমে ছড়ানো ভুল তথ্য সম্পর্কে সতর্ক করেন তিনি।
১১৭ বার পড়া হয়েছে