সর্বশেষ

জাতীয়

২১ হাজার প্রবাসী ভোটারের ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন সম্পন্ন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫ ৭:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে বিদেশে থাকা বাংলাদেশিদের অংশগ্রহণ বাড়ছে।

নির্বাচন কমিশন (ইসি) জানায়, সোমবার (দুপুর ১২টা পর্যন্ত) ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন মোট ২১ হাজার ৪৭ জন প্রবাসী ভোটার।

ইসির পোস্টাল ভোটিং আপডেট অনুযায়ী, প্রথম ধাপে পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা অঞ্চলের প্রবাসীরা নিবন্ধন করছেন। অ্যাপ চালুর পর থেকে এ অঞ্চলের দেশগুলো থেকে নিবন্ধনকারী ভোটারদের মধ্যে পুরুষ ১৯ হাজার ১৬৪ জন এবং নারী ১ হাজার ৮৮৩ জন।

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি উদ্বোধন করেন। একই দিনে ইসি ১৪৮টি দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য ধাপে ধাপে পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সূচি ঘোষণা করে।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) রুহুল আমিন মল্লিক জানান,

১৯–২৩ নভেম্বর: পূর্ব এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা
২৪–২৮ নভেম্বর: উত্তর আমেরিকা ও ওশেনিয়া
২১ নভেম্বর–৩ ডিসেম্বর: ইউরোপ
৪–৮ ডিসেম্বর: সৌদি আরব
৯–১৩ ডিসেম্বর: দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়া
১৪–১৮ ডিসেম্বর: মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ। 

 

প্রবাসী ভোটারদের নিবন্ধন করতে হলে সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করলে নিবন্ধন সম্পন্ন হবে। বাংলা বা ইংরেজি যে কোনো ভাষায় অ্যাপ ব্যবহারের সুবিধা থাকায় প্রক্রিয়াটি সহজ হবে বলে ইসি জানিয়েছে।

এছাড়া বিদেশে ব্যালট পৌঁছাতে সঠিক ডাক ঠিকানা দেওয়ার গুরুত্বও উল্লেখ করেছে নির্বাচন কমিশন।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন