সর্বশেষ

জাতীয়

কমনওয়েলথ মহাসচিব নির্বাচনে প্রচারণার গুরুত্বে জোর দিয়েছেন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ ৯:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নির্বাচনে জনগণের আস্থা পুনঃস্থাপনের জন্য প্রচারণার গুরুত্ব তুলে ধরেছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়োরকর বচওয়েক।

আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান তিনি।

বৈঠক শেষে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, 'মহাসচিব আমাদের নির্বাচনের প্রস্তুতি, অগ্রগতি ও বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা তাদের সব তথ্য দিয়েছি এবং মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ও ফেক নিউজ প্রতিরোধে আমাদের প্রস্তুতি শেয়ার করেছি।'

তিনি আরও জানান, কমনওয়েলথ মহাসচিব নির্বাচনের প্রতি জনগণের আস্থা জরুরি বলে মনে করেন এবং এজন্য প্রচার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসি তার পক্ষ থেকে ইতিমধ্যেই প্রচার কার্যক্রম শুরু করেছে এবং আশা করা যাচ্ছে রাজনৈতিক দলগুলোও এতে সহযোগিতা করবে।

প্রবাসী অবজারভারদের স্বাগত জানানো হবে বলে জানান ইসি সচিব। তিনি বলেন, 'আমরা আশা করছি এবারের নির্বাচন হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও অংশগ্রহণমূলক। কমনওয়েলথ সদস্য দেশগুলোও প্রয়োজনে আমাদের সহযোগিতা করতে প্রস্তুত।'

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের উত্তরে ইসি জানিয়েছে, 'দেশকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে।'

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন