চট্টগ্রামে থানার ভেতর থেকে এএসআই'র ঝুলন্ত মরদেহ উদ্ধার
রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ ৯:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রাম নগরের চকবাজার থানার বাথরুম থেকে ওহিদুর রহমান (৩২) নামে এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে থানার ভেতরের বাথরুম থেকেই তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত এএসআই ওহিদুর নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার বাসিন্দা এবং তিনি শহীদুল্লাহর ছেলে।
চট্টগ্রাম মহানগর দক্ষিণের উপ-কমিশনার (ডিসি) মো. আলমগীর বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাতে ওহিদুর স্বাভাবিকভাবে নাইট ডিউটি সম্পন্ন করেন। সকালে গোসলের জন্য বাথরুমে প্রবেশের পর তিনি আর বের না হওয়ায় সহকর্মীদের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
ডিসি আলমগীর আরও বলেন, ওহিদুর পূর্বে বরিশালে কর্মরত ছিলেন এবং তার পরিবারও সেখানেই বসবাস করে। বদলি কিংবা ব্যক্তিগত কোনো বিষয়ে তার মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি। কেন তিনি এমনভাবে মারা গেলেন তা এখনো স্পষ্ট নয়।
তিনি জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে; তদন্তের পরেই এর প্রকৃত কারণ জানা যাবে।
১২১ বার পড়া হয়েছে