সর্বশেষ

জাতীয়

বাংলাদেশ ব্যাংকে গ্রাহকসেবা বন্ধ: আজ থেকেই কার্যকর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ ৫:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক আজ রোববার থেকে সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রি, ছেঁড়া-ফাটা নোট পরিবর্তন এবং অটোমেটেড চালান গ্রহণসহ সব ধরনের সরাসরি গ্রাহকসেবা বন্ধ করে দিয়েছে।

একইসঙ্গে মতিঝিলসহ দেশের সব শাখায় একযোগে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিশ্বের কোনো কেন্দ্রীয় ব্যাংকই সরাসরি জনগণের কাছে কাউন্টার সেবা প্রদান করে না। কেপিআইভুক্ত প্রতিষ্ঠান হিসেবে নিরাপত্তা-সংক্রান্ত বিবেচনায় এ ধরনের গ্রাহকসেবা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে মতিঝিল অফিসে ৩০ নভেম্বর থেকে সেবা বন্ধ করার পরিকল্পনা থাকলেও পরবর্তীতে সময় এগিয়ে এনে দেশের সব অফিস থেকেই একই দিনে সেবা বন্ধের সিদ্ধান্ত হয়। এতদিন রাজধানীর মতিঝিল ছাড়াও সদরঘাট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, বগুড়া, রাজশাহী ও সিলেট অফিসে এসব সেবা প্রদান করা হতো।

তবে বাণিজ্যিক ব্যাংকগুলো যেন নির্বিঘ্নে এসব সেবা দিতে পারে, সে জন্য তদারকি আরও জোরদার করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

১৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন