শিবালয়ে অবৈধ বালু উত্তোলন চক্রের ৫ জন আটক, ড্রেজার ও ভলগেট জব্দ
শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ ৯:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে।
আলোকদিয়া এলাকার ৮ নম্বর বৈদ্যুতিক টাওয়ারের দক্ষিণ পাশে শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় এই অভিযান পরিচালনা করা হয়।
শিবালয় থানার এসআই সুমন চক্রবর্তী বাদী হয়ে তাদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা এবং দণ্ডবিধির ৪৩১ ধারা অনুযায়ী মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, যমুনা নদীর আরিচা ঘাট এলাকায় দায়িত্ব পালনকালে খবর আসে যে আলোকদিয়া এলাকায় অবৈধ বালু উত্তোলন চলছে। পরে উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে এসআই সুমন চক্রবর্তী ও তার টিম একটি বেসরকারি স্পিডবোটে ঘটনাস্থলে পৌঁছান। সেখানে তারা দেখতে পান, ড্রেজারের মাধ্যমে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এ সময় সেখান থেকে পাঁচজনকে আটক করা হয়। তারা হলেন—
১. মোঃ রুবেল খান (৪৫), পাবনা
২. মোঃ আরাফাত হোসেন (২৫), দিনাজপুর
৩. মোঃ রাব্বি শেখ (২৩), কুষ্টিয়া
৪. মোঃ সজীব শেখ (২৫), কুষ্টিয়া
৫. মোঃ আরশেদ আলী শেখ (৪৩), রাজবাড়ী
আটক ব্যক্তিরা কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। এ সময় অপর একটি স্পিডবোটে আরও কয়েকজন পালিয়ে যায়।
অভিযান শেষে পুলিশ ঘটনাস্থল থেকে ‘তামিম কাসকিন’ লেখা এম–২৫৮৬৩ নম্বরের বালুভর্তি ভলগেট (মূল্য প্রায় ৫০ লাখ টাকা) এবং দুইটি লোহার তৈরি বাংলা ড্রেজার (মূল্য আনুমানিক ৩০ লাখ টাকা) জব্দ করে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. আমান উল্লাহ জানান, 'আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।'
১০৮ বার পড়া হয়েছে