সর্বশেষ

সারাদেশ

কালিগঞ্জে কাজী আলাউদ্দীনের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা   
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা   

শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ ৮:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীনের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে সমাবেশটি আয়োজন করে স্থানীয় ইউনিয়ন বিএনপি। অনুষ্ঠানটি কালিগঞ্জ উপজেলার রতনপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন। তিনি নির্বাচিত হলে যুব সমাজের জন্য প্রত্যেক ইউনিয়নে একটি করে নান্দনিক খেলার মাঠ নির্মাণ, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি নেতা ও ইউপি সদস্য রফিকুল ইসলাম বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স.ম হেদায়েতুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা আহ্বায়ক রুহুল কুদ্দুস, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু এবং সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পী।

সমাবেশে কালিগঞ্জ ও আশাশুনি উপজেলার বিএনপি এবং তার অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

কাজী আলাউদ্দীন তার বক্তব্যে আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের কল্যাণে যে ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছেন এবং সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও অধিকার সুরক্ষায় যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়নে তিনি জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ এবং জাতির কল্যাণে সক্রিয় ভূমিকা রাখতে পারেন সাধারণ মানুষ।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন