সর্বশেষ

সাহিত্য

ভালোবাসি অনেক বেশি

গুলশান চৌধুরী
গুলশান চৌধুরী

শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ ৫:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভালবাসি, ভালোবাসি,অনেক বেশি ভালোবাসি !
কচি লাউয়ের ডগা যেমন মাচাকে আঁকড়ে বাঁচে,

ঠিক তেমনি করেই আঁকড়ে তোমাকে চাই বাঁচতে!
খুব প্রেম জাগে!
ইচ্ছে করে ভালোবেসে নিজেকে দিই সঁপে তোমার দুহাতে
অপেক্ষার প্রহর গুনি আসো যদি দিবাশেষে!

যদি আসো ভোরে!
এক হয়ে আমরা শাপলা বিলে শালুক তুলবো হেসে খেলে!
মাছের মতো ঠোকর দিও আমার আলতা রাঙা পায়,
আমি হেসেই যাবো মুখ লুকাবো খুশি লজ্জায়।
যদি শালুক তুলে না দাও
মুখের কাছে মুখ নিয়ে
মজার ছলে দুটো কথা বলে—
ঠোঁট ফুলিয়ে রাঙামুখে শাপলা গুঁজবো চুলে!

যদি আসো দুপুরে!
তোমায় আমি প্রেম বিলাবো ঘন আবেগে
উষ্ণ হবো, চুমু খাবো, অপেক্ষা করবো দূরে।
ঘামে ভেজা শরীর আমার উঠবে দুলে দুলে
তুমি সোহাগ দিও আপন মনে বিলি কেটে চুলে।
তোমার বুকে মাথা রেখে বলবো ভালোবেসে-
এতোদিন কোথায় ছিলে?
তুমি বিনে প্রাণটা আমার কেমন জানি করে,
বেসে ভালো থাকতে চাই তোমার বাহুডোরে!

আমাদের কতোদিন
দেখা হয় না—
মনটাও আর সাজে না!
তোমার আশায় পথ চেয়ে বিবস দিন কাটে—
চাই তোমার আলিঙ্গন,তোমার পরশ মাতাল ছোঁয়ায় বৃষ্টি ঝরাতে।
জানি আসবে না আর কাছে
যে যায় সে কি ফিরে আসে?
মনের ভিতর আরেকটা মন কতো কথা বলে!
শুধু কথাই বলে চলে!!

১৬৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন