রাইজিং স্টারস এশিয়া কাপে দাপুটে সংগ্রহ বাংলাদেশ ‘এ’ দলের
শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫ ১:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
দোহায় অনুষ্ঠিত রাইজিং স্টারস এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ঝড়ো ব্যাটিংয়ে বড় পুঁজি গড়েছে বাংলাদেশ ‘এ’ দল। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে আকবর আলীর দল সংগ্রহ করেছে ১৯৪ রান। ফলে ফাইনালে উঠতে ভারত ‘এ’ দলের লক্ষ্য ১৯৫।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন ওপেনার জিসান ও হাবিবুর রহমান। দুজনের ৪৩ রানের জুটিতে দল পায় দ্রুত রান। ১৪ বলে ২৬ রান করে জিসান আউট হলেও হাবিবুর একপ্রান্ত আগলে রেখে খেলেন ৪৬ বলের প্রাণবন্ত ৬৫ রানের ইনিংস। তবে মিডল অর্ডারের কেউ তাকে সেভাবে সঙ্গ দিতে পারেননি-আব্রার ১৩, আকবর ৯ আর রনির শূন্য রানের ইনিংস দলে চাপ বাড়ায়।
এরপর ম্যাচের গতি বদলে দেন এসএম মেহরব হোসেন ও ইয়াসির আলী। শেষ দুই ওভারে এই জুটির তাণ্ডবে স্কোরবোর্ডে যোগ হয় অবিশ্বাস্য ৫০ রান। মাত্র ১৮ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন মেহরব।
ভারত ‘এ’ দলের বোলারদের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল ছিলেন বিজয়কুমার-৪ ওভারে ৫১ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি। বিপরীতে সুযশ শর্মা ছিলেন সবচেয়ে কৃপণ; তিনি ৪ ওভারে ১৭ রান দিয়ে নেন ১ উইকেট। গুরজাপনিত সিং ঝুলিতে ভরেছেন ২ উইকেট, খরচ ৩৯ রান।
গ্রুপ পর্বে দুর্দান্ত ছন্দে থাকা বাংলাদেশ ‘এ’ দল হংকং ও আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে এবং শ্রীলঙ্কার কাছে অল্প ব্যবধানে হেরে গ্রুপ-চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে আসে। অন্যদিকে পাকিস্তান ‘এ’ দলের পেছনে থেকে গ্রুপ ‘বি’-তে দ্বিতীয় হয়ে শেষ চার নিশ্চিত করে ভারত ‘এ’ দল।
১০৮ বার পড়া হয়েছে