সর্বশেষ

ফিচার

মিস ইউনিভার্স ২০২৫: মিথিলার পাশে পুরো বাংলাদেশ-ফিনালে রাতের অপেক্ষা

মনজুর এহসান চৌধুরী
মনজুর এহসান চৌধুরী

বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ ৬:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
থাইল্যান্ডের ব্যাংককে চলছে মিস ইউনিভার্স ২০২৫-এর ৭৪তম আসরের জমকালো আয়োজন। এবারে বাংলাদেশের হয়ে অংশ নিয়েছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা।

ফাইনাল রাতের অপেক্ষায় তীর্থের কাকের মতো বসে আছে দেশের কোটি মানুষ। আজকের গ্র্যান্ড ফিনালে-তেই জানা যাবে, কার মাথায় উঠছে বিশ্বসুন্দরীর মুকুট।

ভোটে ও পারফরম্যান্সে শীর্ষস্থান
মিথিলা এই আসরের দর্শক ভোটে একাধিক সময় শীর্ষ স্থানে ছিলেন, যা বাংলাদেশের জন্য নজিরবিহীন কীর্তি। তিনি ইতোমধ্যে ‘পিপলস চয়েস’, ‘বেস্ট ন্যাশনাল কস্টিউম’, ‘মিস কনজেনিয়ালিটি’, ‘বেস্ট ইভিনিং গাউন’ এবং ‘বেস্ট স্কিন’ বিভাগে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছেন। শুধু জনপ্রিয়তাই নয়, নিজ দক্ষতা ও শিল্পনৈপুণ্যের কারণে বিচারকদের উচ্চতম রেটিং অর্জন করেছেন মিথিলা।

বাংলার ঐতিহ্য তুলে ধরা
ন্যাশনাল কস্টিউম রাউন্ডে মিথিলা পরেছেন ঐতিহ্যবাহী জামদানি, সঙ্গে ছিল হাতের কাজে তৈরি শাপলা ফুল-অনুপ্রাণিত অলংকার। ক্যাটওয়াক ও সেশনে দেশের রঙ, আবেগ ও সাংস্কৃতিক পরিচয় অত্যন্ত নান্দনিক ভঙ্গিতে তুলে ধরেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তাঁর ছবি-ভিডিও। মিথিলার আবেগঘন বক্তব্য “বাংলাদেশকে এগিয়ে নিতে আজ সবার সমর্থন চাই,” দেশবাসীকে ও প্রবাসী বাংলাদেশিদের উৎসাহিত করেছে।

অপেক্ষা ফিনালের দুরন্ত ঘোষণার
২১ নভেম্বর চূড়ান্ত রাতে ঘোষণা হবে কে হচ্ছেন মিস ইউনিভার্স ২০২৫। বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার মিথিলা টপ ফাইভ বা চূড়ান্ত রাউন্ডে যাওয়ার দ্বারপ্রান্তে। বাংলাদেশিদের কাছে ভোটের আহ্বান করেছেন মিথিলা, তাঁর সাফল্যে উচ্ছ্বসিত দেশজুড়ে ভক্তরা।

এগিয়ে যাও মিথিলা
শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়—এটা বাংলাদেশের সম্ভাবনার, নারীর আত্মবিশ্বাসের, নতুন প্রজন্মের সাহসিকতার প্রতীক। মিথিলার এই যাত্রায় একসাথে এগিয়ে চলুক বাংলাদেশ, ধ্বনিত হোক—‘বেস্ট অব লাক, মিথিলা! বাংলাদেশ তোমার সঙ্গে!’

তানজিয়া জামান মিথিলা শুধু সৌন্দর্য নয়, বুদ্ধিমত্তা ও অভিনব শিল্প উপস্থাপনায়ও সেরা হয়ে উঠেছেন। তাঁকে ঘিরে বাংলাদেশের নতুন প্রজন্মের আশা—এই বছরের বিশ্ব সুন্দরীর মুকুট হয়তো এবারই বাংলাদেশে আসছে।


লেখক : সাংবাদিক, কলামিস্ট। 

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
ফিচার নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন