সর্বশেষ

বিনোদন

৭৪তম মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ ৫:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
থাইল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা, যেখানে বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা অংশ নিচ্ছেন। মিথিলা প্রথমে ছিলেন র‍্যাম্প মডেল।

২০১৯ সালে তিনি ভারতীয় পরিচালক হায়দার খানের ‘রোহিঙ্গা’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটান। একই বছরে তিনি ফেস অফ বাংলাদেশ এবং ফেস অফ এশিয়া-এর মুকুট জিতেছিলেন।

২০২০ সালে মিথিলা নির্বাচিত হন মিস ইউনিভার্স বাংলাদেশ, কিন্তু কোভিড-১৯ মহামারির কারণে মূল আসরে অংশ নিতে পারেননি। দীর্ঘ প্রতীক্ষার পর ২০২৫ সালে তিনি আবারও মিস ইউনিভার্স বাংলাদেশ নির্বাচিত হন। ২

নভেম্বর তিনি থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

মিথিলা জানান, বাংলাদেশের মানুষ যে পরিমাণ সমর্থন দেখাচ্ছে, তা তিনি কল্পনাও করেননি। পিপলস চয়েস ভোটিংয়ে ৫ নম্বরে থাকা শুরু থেকে সহকর্মী, বন্ধু ও পরিবারের সমর্থন তাঁকে আত্মবিশ্বাস দিয়েছে। বিশেষ করে তাঁর মা ও পরিবারই ছিলেন প্রধান অনুপ্রেরণার উৎস।

মিথিলা মিস ইউনিভার্স ক্যাম্পে দুই সপ্তাহ কাটিয়ে শিখেছেন সময় ব্যবস্থাপনা, শৃঙ্খলা ও নিজেকে নতুনভাবে উপস্থাপনের কৌশল। তিনি বলেন, 'এখানে অনেক বন্ধুত্ব হয়েছে। ‘সিস্টারহুড’ তৈরি করে সম্পর্ক এগিয়ে নেওয়ার কৌশলও শিখেছি। মিস ইউনিভার্স আমাকে নতুন মানুষ হিসেবে গড়ে তুলেছে।'

চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে তিনি নিজেকে শান্ত ও স্থির রাখছেন। পিপলস চয়েসে ধারাবাহিক সাফল্য তাঁকে আত্মবিশ্বাস যোগ করেছে। এই ভোটিংয়ে ১ নম্বরে থাকলে সরাসরি সেরা ৩০-এর তালিকায় স্থান পাবেন তিনি।

ফলাফল ২১ নভেম্বর ঘোষণা হবে। মিথিলা বলেন, 'ফল যাই হোক, দেশের মানুষের ভালোবাসাই সবচেয়ে বড় পাওয়া। এটি নিয়েই আগামী পথ চলা শুরু করব।' জয়ী হলে তিনি চ্যারিটি কার্যক্রম শুরু করবেন, ক্ষুধামুক্তি, পথশিশুদের সহায়তা ও স্থানীয় কমিউনিটির উন্নয়নে কাজ করবেন।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন