গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে শতাধিক ঘর
বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ ৫:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় একটি টিনশেড কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার বিকেল ৫টার দিকে রুমেল পাঠানের বাড়িতে এ আগুন লাগে। এতে অন্তত ১০০টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, কলোনির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন আশপাশের কক্ষে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন।
খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলের বেশিরভাগ বাসিন্দাই শ্রমজীবী হওয়ায় ক্ষয়ক্ষতির চাপ তাদের জন্য আরও দুঃসহ হয়ে উঠেছে।
বাড়ির মালিক রুমেল পাঠান বলেন, 'টিনশেড কলোনির প্রায় ১০০টি কক্ষই পুড়ে গেছে। কোনো কক্ষের কিছুই রক্ষা করা যায়নি।'
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পোশাক শ্রমিক শাহিন আলম জানান, 'অফিসে থাকা অবস্থায় আগুন লাগার খবর পাই। এসে দেখি পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।'
আরেক ভাড়াটিয়া রহিমা বেগম বলেন, 'কয়েকদিন আগে বেতন পেয়েছি। সব টাকা রুমেই ছিল। মুহূর্তেই সব পুড়ে শেষ হয়ে গেল।'
স্থানীয় বাসিন্দা পলাশ মোল্লা অভিযোগ করেন, সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসকে ঘটনাস্থলে যেতে এবং আগুন নেভাতে দুর্ভোগ পোহাতে হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ঘটনায় কোনো প্রাণহানি হয়নি। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি।
১০৮ বার পড়া হয়েছে