সারাদেশ
গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় অবস্থিত স্ট্যান্ডার্ড ফিনিক্স কয়েল কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
গাজীপুরের বাঘেরবাজারে কয়েল কারখানায় আগুন
গাজীপুর প্রতিনিধি
বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ ৮:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় অবস্থিত স্ট্যান্ডার্ড ফিনিক্স কয়েল কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, দুপুরে হঠাৎ করেই কারখানার ভিতরে আগুন ধরে যায়। কারখানার নিরাপত্তা কর্মীরা প্রথমে নিজ উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বাড়ায় তারা ফায়ার সার্ভিসে খবর দেন।
জয়দেবপুর ফায়ার সার্ভিস থেকে চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুন জানান, 'আগুন নিয়ন্ত্রণে আমাদের চারটি ইউনিট কাজ করছে।'
১০৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর