সর্বশেষ

জাতীয়

রাজধানীতে ডিবির অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫ ৯:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের ধারাবাহিক অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও পাঁচজন নেতা–কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মতিঝিল, ওয়ারী ও লালবাগ বিভাগের টিম এসব অভিযান পরিচালনা করে।

ডিবি জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন—

 

১. ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ গোলাম মোস্তফা (৫৬)
২. মিরপুর থানা ৭নং ওয়ার্ড এ ব্লক ইউনিট আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম লিটন (৫৫)
৩. ছাত্রলীগের সক্রিয় কর্মী মোঃ মাহাবুল আকন্দ (২০)
৪. নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ শাহাব উদ্দীন (৬০)
৫. আওয়ামী লীগের সক্রিয় কর্মী মীর হোসেন মিঠু (৪৩)

গোয়েন্দা সূত্র জানায়, সোমবার (১৭ নভেম্বর) ওয়ারী থানার মীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে গোলাম মোস্তফাকে গ্রেফতার করে ডিবির ওয়ারী বিভাগ। একই দিন ঢাকা মেডিকেল কলেজ এলাকায় কোতোয়ালি জোনাল টিমের অভিযানে ধরা পড়েন ছাত্রলীগ কর্মী মাহাবুল আকন্দ। লালবাগ বিভাগের আরেকটি টিম মিরপুর এলাকায় অভিযান চালিয়ে নজরুল ইসলাম লিটনকে গ্রেফতার করে।

এছাড়া বিকেল ৩টা ৫০ মিনিটে সিদ্ধেশ্বরী এলাকা থেকে শাহাব উদ্দীনকে আটক করে ডিবির মতিঝিল বিভাগ। রাতে খিলগাঁওয়ে অভিযান চালিয়ে মীর হোসেন মিঠুকেও গ্রেফতার করা হয়।

ডিবি কর্মকর্তাদের ভাষ্য, রাজধানীতে সম্ভাব্য নাশকতা, ঝটিকা মিছিল, অবৈধ রাজনৈতিক কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন