খাইবার পাখতুনখোয়ায় আলাদা অভিযানে ১৫ সন্ত্রাসবাদী নিহত
মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫ ৮:২১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দুইটি গোয়েন্দা-ভিত্তিক পৃথক অভিযানে ১৫ সন্ত্রাসবাদীকে ধ্বংস করেছে। পাকিস্তান সামরিক বাহীর আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
আইএসপিআর অনুসারে, অভিযান দুটি ১৫ ও ১৬ নভেম্বর অনুষ্ঠিত হয়। নিহত সন্ত্রাসবাদীরা ‘ভারতীয় ছায়া বাহিনী’ ফিতনা আল খাওয়ারিজের সদস্য ছিলেন। পাকিস্তানি গণমাধ্যম “ডন” এর ব্যাখ্যা অনুযায়ী, ফিতনা আল খাওয়ারিজ বলতে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান (টিটিপি) সন্ত্রাসবাদীদের বোঝানো হয়।
প্রথম অভিযানটি ডেরা ইসমাইল খান জেলার কুলাচি এলাকায় চালানো হয়, যেখানে ১০ সন্ত্রাসবাদী নিহত হয়। আইএসপিআর জানিয়েছে, এদের মধ্যে দলের চক্রনেতা আলম মেহসুদও রয়েছে। অপর অভিযানটি উত্তর ওয়াজিরিস্তান জেলার দত্ত খেল এলাকায় অনুষ্ঠিত হয়, যেখানে আরও পাঁচ সন্ত্রাসবাদী নিহত হয়।
নিরাপত্তা বাহিনী নিহত সন্ত্রাসবাদীদের সংখ্যা নিশ্চিত করার পাশাপাশি এলাকা ব্যাপক তল্লাশী অভিযান চালাচ্ছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নিরাপত্তা বাহিনীকে অভিযানের সফলতার জন্য অভিনন্দন জানিয়েছেন।
গত সপ্তাহেও পাকিস্তানের নিরাপত্তা বাহিনী খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে পৃথক তিনটি অভিযানে অন্তত ২৪ সন্ত্রাসবাদীকে হত্যা করেছিল। খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী তৎপরতা ক্রমবর্ধমান। টিটিপি ২০২২ সালের নভেম্বরে সরকার-নিরাপত্তা বাহিনীর সঙ্গে অস্ত্রবিরতি ভেঙে দিয়ে হামলা বাড়ানোর ঘোষণা করেছিল।
১০৫ বার পড়া হয়েছে