সর্বশেষ

জাতীয়

নিজের ফাঁসির নির্দেশ শোনা সহজ নয়: আসাদুজ্জামান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫ ৪:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার ট্রাইব্যুনালের রায় ঘোষণা চলাকালে তিনি ভারতের কলকাতায় অবস্থান করছিলেন বলে দাবি করেছেন। স্থানীয় দৈনিক আনন্দবাজার পত্রিকা-এর সঙ্গে আলাপকালে তিনি জানান, টেলিভিশনের সরাসরি সম্প্রচারেই তিনি নিজের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায় শুনেছেন।

আনন্দবাজারে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কলকাতার শহরতলির তুলনামূলক শান্ত ও জনবিরল এলাকায় গত এক বছর ধরে অবস্থান করছেন তিনি। রায় ঘোষণার মুহূর্তে একাকী বসে ছিলেন সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী। টিভির পর্দায় বিচারপতির মুখে নিজের মৃত্যুদণ্ডের ঘোষণাটি শোনেন বলেই উল্লেখ করেন তিনি।

প্রতিক্রিয়ায় আসাদুজ্জামান বলেন, 'গত এক বছরে বাংলাদেশের রাজনৈতিক ঘটনাপ্রবাহ দেখে তিনি আগেই অনুমান করেছিলেন যে এমন রায়ই হতে পারে। চমকে যাইনি। এই ধরনের রায়ের আভাস আমরা আগেই পেয়েছিলাম।'

নিজের মৃত্যুদণ্ডের রায় শোনা নিয়ে তিনি বলেন, 'সহজ তো নয়ই। মানসিকভাবেও সহজ লাগেনি। কিন্তু কঠিন কিছু হতে পারে— সেটা জানতাম।'

মুক্তিযুদ্ধের স্মৃতি উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, 'যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আমরা ভেবেছিলাম হয় মরব, নয় মারব। তাই মৃত্যুকে আমি ভয় পাই না- এখনও না।'

 

এ ছাড়া তিনি আশা প্রকাশ করেন, আওয়ামী লীগ ভবিষ্যতে আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হবে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন