মানিকগঞ্জে স্কুলবাসে অগ্নিসংযোগ ও চালক হত্যা: ছাত্রলীগ নেতা অনিক গ্রেপ্তার
সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ ৫:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
মানিকগঞ্জের শিবালয়ে স্কুলবাসে অগ্নিসংযোগ ও বাসচালককে পুড়িয়ে হত্যার ঘটনায় আরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সহসভাপতি মোনায়েম মোস্তাকিম রহমান খান অনিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার রাতে শিবালয় থানা ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে ঢাকার আদাবর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরদিন সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
শিবালয় থানার উপপরিদর্শক সুমন চক্রবর্তী জানান, বর্তমান সরকারের পতনের পর থেকে অনিক আত্মগোপনে ছিলেন। জুলাই আন্দোলনের সময় পাটুরিয়া ঘাটে রফিক হত্যা ও নৌ–থানা অগ্নিসংযোগের মামলায় তিনি এজাহারভুক্ত আসামি এবং ওই দুই মামলায় জামিনে রয়েছেন। সাম্প্রতিক স্কুলবাসে অগ্নিসংযোগ ও চালক হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে সোমবার ভোরে শিবালয়ের বারাদিয়া বাজারের কাছে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়। কেচিগেটের ভেতর দিয়ে আগুন লাগানোর চেষ্টা করলে স্থানীয়রা দ্রুত তা নেভাতে সক্ষম হন, ফলে বড় ধরনের ক্ষতি হয়নি। ঘটনার সময় ভবনের দোতলায় ব্যারাকে চারজন ব্যাংক কর্মকর্তা ও একজন অফিস সহায়ক অবস্থান করছিলেন। শাখা ব্যবস্থাপক বিষয়টি জানিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় আগের রাতেই ব্যাংক কর্তৃপক্ষকে নিরাপত্তা বাড়ানোর অনুরোধ করা হয়েছিল, তবে তারা তা গুরুত্ব দেয়নি। পরে ভোরে দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা চালায়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আমান উল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।
১০৫ বার পড়া হয়েছে