সর্বশেষ

ধর্ম

সংযুক্ত আরব আমিরাতে রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ ৮:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জ্যোতির্বিজ্ঞান সমিতি জানিয়েছে, আগামী বছর পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি। সে অনুযায়ী ঈদুল ফিতর উদযাপনের সম্ভাব্য তারিখ হতে পারে ২০ মার্চ, শুক্রবার।

গালফ নিউজ জানিয়েছে, ইউএই জ্যোতির্বিজ্ঞান সমিতির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ানের বরাত দিয়ে বলা হয়েছে, ১৪৪৭ হিজরির রমজান শুরু চাঁদ ১৭ ফেব্রুয়ারি দেখা যেতে পারে। তবে সেদিন আবহাওয়ার কারণে চাঁদ দেখা নাও যেতে পারে। তাই সম্ভাব্য রমজান শুরুর তারিখ হিসেবে ধরা হয়েছে ১৯ ফেব্রুয়ারি।

সমিতির ধারণা অনুযায়ী, রমজান মাস ৩০ দিন দীর্ঘ হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত চাঁদ দেখার ওপর নির্ভর করবে। যদি মাসটি ৩০ দিনে পূর্ণ হয়, ইউএই কর্তৃপক্ষের অনুমোদিত ছুটির তালিকায় রমজানের ৩০তম দিনও যুক্ত হবে। ফলে দেশটির বাসিন্দারা চার দিনের সরকারি ছুটি উপভোগ করতে পারবেন।

বাংলাদেশে চলতি বছর ঈদুল ফিতর উদযাপিত হয়েছিল ৩১ মার্চ। সেখানে রমজান মাস ছিল ২৯ দিনের। সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর ঈদ উদযাপনের একদিন পর বাংলাদেশে ঈদ অনুষ্ঠিত হয়।

১০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
ধর্ম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন