ঢাকায় সন্ত্রাসবিরোধী মামলায় লতিফ সিদ্দিকীর আদালতে হাজিরা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ ৮:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুক্তিযুদ্ধের অন্যতম মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল লতিফ সিদ্দিকী উচ্চ আদালতের জামিনে কারামুক্ত হওয়ার পর রোববার ঢাকার শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিয়েছেন।
লতিফ সিদ্দিকী তার ছোট ভাই এবং কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকীকে সঙ্গে নিয়ে সকাল ১০.৩০ টার দিকে আদালতে উপস্থিত হন। আদালতের শুনানিতে তার আইনজীবী রেজাউল করিম হিরণ বলেন, '৮৬ বছর বয়সী লতিফ সিদ্দিকী বিভিন্ন রোগে ভুগছেন, তাই আইনজীবীর মাধ্যমে হাজিরার আবেদন করা হয়েছে।' আদালত এই আবেদন মঞ্জুর করে, যার ফলে তার আর সশরীরে আদালতে হাজিরা দিতে হবে না।
মামলার পটভূমি অনুযায়ী, ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযুদ্ধ ও সংবিধান বিষয়ক এক আলোচনা সভায় হামলার ঘটনা ঘটে। সভায় হট্টগোল সৃষ্টি করে ১৬ জনকে পুলিশ আটক করে। পরে শাহবাগ থানায় তাদের বিরুদ্ধে ‘দেশকে অস্থিতিশীল করা ও অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের করা হয়।
মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালত আগামী ৩০ ডিসেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন।
লতিফ সিদ্দিকীকে হাই কোর্ট থেকে জামিন মঞ্জুর হওয়ার পর ১২ নভেম্বর তিনি কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
১০৪ বার পড়া হয়েছে