সর্বশেষ

সারাদেশ

সিলেট ও ময়মনসিংহে যানবাহনে অগ্নিসংযোগ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ ৬:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেট ও ময়মনসিংহে পরপর রাতের ঘটনায় কয়েকটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। শনিবার রাত ও রবিবার ভোরে এই ঘটনা ঘটেছে।

সিলেট নগরের চৌহাট্টা এলাকায় অবস্থিত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পার্কিংয়ে রাখা একটি অ্যাম্বুলেন্সে আগুন দেওয়া হয়। হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুটি মোটরসাইকেলে করে পাঁচজন যুবক পার্কিংয়ে প্রবেশ করেন এবং তাদের মধ্যে দুইজন আগুন ধরিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেন, তবে তখন অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।

প্রায় এক ঘণ্টা পর সিলেট-সুনামগঞ্জ সড়কের কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকায় হৃদয় পরিবহন নামে একটি পরিত্যক্ত বাসে আগুন দেওয়া হয়। পুলিশ আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

একই সময় ময়মনসিংহ নগরের আকুয়া বাইপাস এলাকায় একটি কভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়। স্থানীয় থানা পুলিশের তথ্য অনুযায়ী, ভ্যানটি রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় দুষ্কৃতকারীরা আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও সফল হননি।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার কর্মকর্তা মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা হবে।

পুলিশ ঘটনা তদন্ত করছে এবং সংশ্লিষ্টদের শনাক্তের চেষ্টা চলছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন