লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ ৪:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে আবুল কালাম জহির (৫০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে গ্রামের মোস্তফার দোকানের সামনে সড়কে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত জহির চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুর্বৃত্তরা তাকে সড়কের ওপর ফেলে প্রথমে কুপিয়ে পরে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ সেখান থেকে গুলির খোসা উদ্ধার করেছে।
গ্রামবাসীর দাবি, একসময় জহির মাদক ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও সম্প্রতি তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছিলেন। স্থানীয় এলাকায় আধিপত্য বিস্তার বা আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তাদের ধারণা।
চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন জানান, তিনি বিষয়টি এখনও জানেন না, তবে খোঁজখবর নিচ্ছেন।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুল আজীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকারীদের পরিচয় বা হত্যার কারণ এখনো স্পষ্ট নয়। তদন্ত চলছে।
১১৩ বার পড়া হয়েছে