সিলেটে দাপুটে জয়, ইনিংস ব্যবধানে সিরিজে এগিয়ে বাংলাদেশ
শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫ ৫:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
আয়ারল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ২৫৪ রানে অলআউট করে ইনিংস ও ৪৭ রানের বড় ব্যবধানে ম্যাচ শেষ করেছে স্বাগতিকরা। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই চাপ ধরে রাখে বাংলাদেশ। তৃতীয় দিনের শেষ বিকেলে ৫ উইকেট হারিয়ে বসায় আয়ারল্যান্ডকে বেশ কোণঠাসা অবস্থায় ফেলে দেয়। আজ চতুর্থ দিনের শুরুতেই দ্রুত সাফল্য মিললেও রিভিউ ড্রামা আর কয়েকটি জুটি বাংলাদেশের অপেক্ষা দীর্ঘায়িত করে।
দিনের প্রথম ওভারেই তাইজুল ইসলামের করা বলে ব্যাট ছুঁয়ে লিটন দাসের গ্লাভসে জমা পড়ে বল। লিটন ছিলেন নিশ্চিত, কিন্তু রিভিউ শেষে আম্পায়ারের সিদ্ধান্ত বদলে যায়। একইভাবে মেহেদী হাসান মিরাজের ওভারেও দুইবার রিভিউ নিয়ে টিকে যান অ্যান্ডি ম্যাকব্রাইন। ফলে আয়ারল্যান্ডের উইকেটপতন দেরিতে আসে।
ম্যাকব্রাইনের (৫২) ধৈর্যশীল ব্যাটিং কিছুটা হলেও ম্যাচে প্রাণ ফিরিয়ে আনতে চেয়েছিল আয়ারল্যান্ড। নেইল–ম্যাকার্থির ৫৪ রানের জুটিও বাংলাদেশের অপেক্ষা বাড়ায়। তবে অবশেষে তাইজুল ও হাসান মুরাদের যৌথ আক্রমণে ভেঙে পড়ে আয়ারল্যান্ডের লোয়ার অর্ডার।
বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে তাইজুল নিয়েছেন ৩ উইকেট, তরুণ বাঁহাতি স্পিনার হাসান মুরাদ তুলে নিয়েছেন ৪ উইকেট। ম্যাচজুড়ে ব্যাট–বলে নিয়ন্ত্রণ ধরে রাখা বাংলাদেশ তাই পেয়েছে সহজ জয়।
ব্যক্তিগত পারফরম্যান্সেও এসেছে বেশ কিছু মাইলফলক। ওপেনার মাহমুদুল হাসানের দুর্দান্ত ১৭১ রানের ইনিংসে দলে ফিরে জানান দিয়েছেন নিজের সামর্থ্য। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও তুলে নিয়েছেন নেতৃত্বের ভূমিকায় আরেকটি সেঞ্চুরি। প্রথমবারের মতো চারজন টপ অর্ডার ব্যাটসম্যানই ৮০–এর বেশি রান করেন একই ইনিংসে। অভিষেকে আলো ছড়িয়েছেন হাসান মুরাদও।
আগামী ১৯ নভেম্বর মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।
সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড: ২৮৬ ও ২৫৪ (ম্যাকব্রাইন ৫২, স্টার্লিং ৪৩; মুরাদ ৪/৬০, তাইজুল ৩/৮৪)
বাংলাদেশ: ৫৮৭/৮ ডিক্লেয়ার
ফল: বাংলাদেশ ইনিংস ও ৪৭ রানে জয়ী
ম্যাচসেরা: মাহমুদুল হাসান
সিরিজ: বাংলাদেশ ১–০।
১১৬ বার পড়া হয়েছে