জাতীয়
কুষ্টিয়া জেলা সমিতি ঢাকা এক আনন্দঘন পরিবেশে সংগঠনের যুগ্ম ধর্ম সচিব অ্যাডভোকেট রেজাউল ইসলামকে সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নবনিযুক্ত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছে।
নবনিযুক্ত সহকারী অ্যাটর্নি জেনারেলকে কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার ফুলেল শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার
শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫ ৫:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়া জেলা সমিতি ঢাকা এক আনন্দঘন পরিবেশে সংগঠনের যুগ্ম ধর্ম সচিব অ্যাডভোকেট রেজাউল ইসলামকে সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নবনিযুক্ত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছে।
নতুন দায়িত্বপ্রাপ্ত এই আইনজীবীকে ঘিরে সমিতির সদস্যদের মধ্যে ছিল উচ্ছ্বাস।
এর আগে সমিতির নির্বাহী পরিষদের অষ্টম সভা, কুষ্টিয়া জেলা সমিতি- ঢাকা’র সভাপতি ও এশিউর গ্রুপের চেয়ারম্যান মোঃ শেখ সাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভাটি সঞ্চালনা করেন মহাসচিব মো. আবুল হোসেন।
সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে প্রাণবন্ত আলোচনা হয় এবং গৃহীত হয় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ঘোষণা হলো- আগামী ২৩ জানুয়ারি ২০২৬ তারিখে সমিতির সবাইকে নিয়ে অনুষ্ঠিত হবে বার্ষিক বনভোজন ও আনন্দ আয়োজন। এ বছরের ভেন্যু ঠিক করা হয়েছে সবুজ-শান্ত পরিবেশে ঘেরা ৩০০ ফিটের জিন্দা পার্ক।
সদস্যদের অংশগ্রহণে এই আয়োজনকে স্মরণীয় করে তুলতে প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে বলে সভা সূত্রে জানা গেছে।
১৭০০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন