সর্বশেষ

সারাদেশ

উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত, পঞ্চগড়ে তাপমাত্রা ১৪ ডিগ্রি

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় প্রতিনিধি

শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫ ৪:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় গত কয়েক দিন ধরেই তীব্র শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে পঞ্চগড় জেলায় হিমেল হাওয়ার দাপটে শীতের মাত্রা আরও বেড়ে গেছে।

জেলায় কয়েক দিন ধরে তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। শুক্রবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগীর সংখ্যাও দ্রুত বাড়ছে। শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশি, জ্বরসহ বিভিন্ন রোগের প্রকোপ দেখা দিয়েছে। রোগীর চাপে স্থানীয় হাসপাতালগুলোতেও ভিড় বাড়ছে।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, হিমালয়ের নিকটবর্তী হওয়ায় উত্তর দিক থেকে আসা ঠান্ডা বাতাসের প্রভাব এই অঞ্চলে বেশি পড়ে। ফলে তাপমাত্রা দ্রুত নিচে নেমে গেছে। তিনি বলেন, 'আজ সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সামনে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।'

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন