কুষ্টিয়া-১ আসনে কে এমপি হবেন তা নির্ধারণ করবে জনগণ : বাচ্চু মোল্লা
বৃহস্পতিবার , ১৩ নভেম্বর, ২০২৫ ১:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে কে সংসদ সদস্য হবেন, তা এখানকার জনগণই নির্ধারণ করবেন- এমন মন্তব্য করেছেন বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার পিয়ারপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী প্রচারণা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
জামায়াতের প্রস্তাবিত 'পিআর পদ্ধতির নির্বাচন' প্রসঙ্গে তিনি বলেন, 'আজ প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস স্পষ্টভাবে বলেছেন- গণভোট ও জাতীয় ভোট একসঙ্গে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের মানুষ ‘পিআর পদ্ধতি’ বোঝে না। জনগণই ভোটের মাধ্যমে নির্ধারণ করবে কে নির্বাচিত হবে। কোনো দল বা গোষ্ঠী তা ঠিক করবে না।'
বিএনপিকে ভোট দেওয়ার যৌক্তিকতা তুলে ধরে রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, 'বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন দেশের মানুষ শান্তিতে ছিল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ছিল সহনীয়, মানুষ স্বস্তিতে জীবনযাপন করেছে। দৌলতপুরের মানুষ ঐতিহ্যগতভাবে বিএনপিপ্রেমী- তা অতীতের জাতীয় নির্বাচনগুলোই প্রমাণ করে। কেবল স্বৈরাচারী হাসিনার আমলের রাতের ভোট ছিল এর ব্যতিক্রম।'
দলের ভেতরে একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকা স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, 'দল আমার প্রতি আস্থা রেখে মনোনয়ন দিয়েছে। অন্য নেতারাও দলের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে ধানের শীষের বিজয়ের জন্য মাঠে কাজ করছেন।'
এ সময় অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা এবং উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২২৬ বার পড়া হয়েছে