সিলেটে রানের পাহাড় গড়ে বড় জয়ের পথে বাংলাদেশ
বৃহস্পতিবার , ১৩ নভেম্বর, ২০২৫ ১২:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
সিলেট টেস্টে ইতিহাসের আরেকটি ইনিংস ও ১০০ রানের ব্যবধানে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ।
বৃহস্পতিবার তৃতীয় দিন শেষে আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৮৬ রানে ৫ উইকেট হারিয়ে চাপে রয়েছে। এখনো তারা বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে ২১৫ রানে পিছিয়ে।
সিরিজের প্রথম টেস্টে ব্যাট হাতে দাপট দেখিয়েছে স্বাগতিকরা। ১৪১ ওভারে ৮ উইকেটে ৫৮৭ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ, যা টেস্ট ইতিহাসে তাদের তৃতীয় সর্বোচ্চ ইনিংস সংগ্রহ। এর আগে ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে ৬৩৮ ও ২০১৭ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৯৫ রানে ইনিংস ঘোষণা করেছিল টাইগাররা।
প্রথম ইনিংসে ব্যাটারদের দাপটের দিন কাটিয়েছে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি, ইনিংস থেমেছে ১৭১ রানে। তার ব্যাট থেকে এসেছে ১৪টি চার ও ৪টি ছক্কা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেছেন তার অষ্টম টেস্ট সেঞ্চুরি (১০০ রান, ১১৪ বল, ১৪ চার)।
এছাড়া সাদমান ইসলাম (৮০), মুমিনুল হক (৮২) ও লিটন দাস (৬০) খেলেছেন গুরুত্বপূর্ণ ইনিংস। তবে দ্বিতীয় দিন শেষে জয় অপরাজিত ছিলেন ১৬৯ রানে এবং ডাবল সেঞ্চুরির আশা জাগাচ্ছিলেন। মুমিনুলও শতকের দোরগোড়ায় ছিলেন। কিন্তু তৃতীয় দিনের সকালে দুজনই মাত্র দুই রান যোগ করে আউট হন, আর সেখানেই খানিকটা আক্ষেপ থেকে যায় বাংলাদেশের শিবিরে।
প্রথম ইনিংসে বিশাল রানের পর তাসকিন-মিরাজদের আগুনে বোলিংয়ে চাপে পড়ে আয়ারল্যান্ড। হাতে বাকি অর্ধেক উইকেট, আর বাংলাদেশের লক্ষ্য এখন শুধু সময়ের অপেক্ষা- আরও এক ইনিংস ও বড় ব্যবধানে জয়ের ইতিহাস গড়ার।
২০৬ বার পড়া হয়েছে