জাতীয়
উপদেষ্টা সরকারপ্রধান মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নের গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে।
ফেব্রুয়ারিতে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণা প্রধান উপদেষ্টার
স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার , ১৩ নভেম্বর, ২০২৫ ৯:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
উপদেষ্টা সরকারপ্রধান মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নের গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেন, 'জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। এতে চলমান সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতায় কোনো প্রকার ব্যাঘাত ঘটবে না।'
তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ এবং বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হয়।
উল্লেখ্য, জুলাই সনদ বাস্তবায়নকে সামনে রেখে সরকার সামগ্রিক রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে।
১২৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর