সর্বশেষ

সারাদেশ

আবারও রাতে ঢাকার সূত্রাপুর ও গাজীপুরে বাসে আগুন

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ১২ নভেম্বর, ২০২৫ ৩:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজীপুর মহানগরের চক্রবর্তী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কালিয়াকৈর- নবীনগর সড়কের জ্যোতি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে করে দুজন যুবক এসে বাসটির পাশে দাঁড়ায়। কিছুক্ষণ পর তারা বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে বাসটিতে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে বাসের বেশ কিছু আসন ও যন্ত্রাংশ পুড়ে গেছে।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, 'দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে এসে বাসে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাসটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ আহত হয়নি।'

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত চলছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন লাগে। তারও একদিন আগে সোমবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তরা এলাকায় তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একই রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি পরিত্যক্ত প্রাইভেটকারেও আগুন লাগে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন