ধানমন্ডি ৩২-এ বাড়তি নিরাপত্তা, ব্যারিকেড বসিয়েছে পুলিশ
বুধবার, ১২ নভেম্বর, ২০২৫ ৩:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ৯টার পর থেকে ওই সড়কে ব্যারিকেড বসিয়ে সাধারণ মানুষের প্রবেশ সীমিত করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যা পর্যন্ত এলাকায় যান চলাচল স্বাভাবিক থাকলেও রাত নামার পর পুলিশ সদস্যরা সড়কে অবস্থান নেওয়া লোকজনকে সরিয়ে দেন। এরপর প্রবেশপথে ব্যারিকেড স্থাপন করে চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
ধারণা করা হচ্ছে, আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, 'শুধু ৩২ নম্বর নয়, পুরো ধানমন্ডি এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত টহল ও চেকপোস্ট স্থাপন করা হয়েছে।'
পুলিশ জানায়, পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
১১৫ বার পড়া হয়েছে