সর্বশেষ

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩, পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ১২ নভেম্বর, ২০২৫ ৩:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সময়ে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলা আরও তীব্র হয়েছে।

গাজার সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধারকর্মীরা ৩৫ জন অজ্ঞাত ফিলিস্তিনির মরদেহ আল-শিফা হাসপাতালে স্থানান্তর করেছে। সেখানেই নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

অক্টোবর ২০২৩ সালে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় আনুষ্ঠানিকভাবে নিহতের সংখ্যা ৬৯ হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, অন্তত ৬৯ হাজার ১৮২ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১ লাখ ৭০ হাজার ৬৯৪ জন আহত হয়েছেন।

যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। ১০ অক্টোবর থেকে কার্যকর যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতির পর অন্তত ২৪৫ জন ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন।

অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং প্রায় ২০০ জনকে জিম্মা করা হয়েছিল।

গাজার বিভিন্ন এলাকায় এখনো হাজার হাজার নিখোঁজ মানুষের মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের ফলে পরিবারগুলো প্রিয়জনের খোঁজে হাসপাতাল, মর্গ ও শনাক্তকরণ কক্ষগুলোতে ঘুরে বেড়াচ্ছেন।

মধ্য গাজা থেকে আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজযুম জানান, অনেক পরিবার প্রিয়জনদের পোশাক, দাগ কিংবা ব্যক্তিগত সামগ্রীর মাধ্যমে মরদেহ শনাক্তের চেষ্টা করছেন। কিন্তু ফরেনসিক বিশেষজ্ঞরা সীমিত ডিএনএ সরঞ্জাম, দেহ সংরক্ষণের অপ্রতুলতা এবং পচনশীল দেহের কারণে মারাত্মক সংকটে পড়েছেন।

এই পরিস্থিতিতে গাজার অসংখ্য পরিবার প্রতিদিন শোক ও অনিশ্চয়তা নিয়ে হাসপাতাল ও আশ্রয়কেন্দ্রের মধ্যে ছুটে বেড়াচ্ছে- বিশেষ করে মায়েরা এখনো অপেক্ষা করছেন প্রিয়জনদের কোনো খোঁজের আশায়।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন