সর্বশেষ

রাজনীতি

সব ক্ষেত্রে জোর করে ঐকমত্য চাপিয়ে দেওয়া সম্ভব নয় : রুমিন ফারহানা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ ৭:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, সংবিধান সংশোধনের প্রস্তাবিত ধারা বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা চলছে।

তিনি বলেন, গণভোট সংবিধানে সরাসরি উল্লেখ নেই। তবে প্রাথমিক অবস্থায় বিএনপি এই বিষয়ে একমত ছিল না, পরে বিষয়টি মেনে নেয়।

একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে রুমিন ফারহানা বলেন, 'প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব এজেন্ডা, বক্তব্য ও নীতিমালা থাকে। সব ক্ষেত্রে জোর করে ঐকমত্য চাপিয়ে দেওয়া সম্ভব নয়। বিভিন্ন দলের সঙ্গে আলোচনায় ভিন্ন ভিন্ন মত আসে। এই মতের মধ্যে কতটুকু একমত হওয়া সম্ভব, সেটাই প্রধান চ্যালেঞ্জ।'

তিনি আরও জানান, এক ব্যক্তির সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকার বিষয়ে বিএনপি গুরুত্বপূর্ণ ছাড় দিয়ে মেনে নিয়েছে। এছাড়া সংসদের উচ্চকক্ষ, ডেপুটি স্পিকার এবং স্থায়ী গুরুত্বপূর্ণ কমিটিগুলোর ক্ষেত্রে দলগুলো ইতিমধ্যে একমত হয়েছে।

রুমিন ফারহানা বলেন, 'পিআর নিয়ে কিছু বিষয়ে দলগুলো একমত হতে পারে, তবে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে। এরপরও বিএনপি প্রয়োজনে ছাড় দিতে পারে।'

 

তিনি উল্লেখ করেন, উচ্চকক্ষ ও পিআর নিয়ে সাধারণ মানুষের যথেষ্ট ধারণা নেই। গণভোট হলে মানুষ হ্যাঁ না না ভোটের মাধ্যমে কিভাবে অংশ নেবে, তা বিবেচনা করা জরুরি।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন