ধর্মেন্দ্রর মৃত্যুর গুজবে ক্ষুব্ধ পরিবার, সুস্থ আছেন বলিউডের ‘হি-ম্যান’
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ ৫:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেতা ও প্রযোজক ধর্মেন্দ্র সিং দেওলের মৃত্যুর খবরটি ভুয়া বলে জানিয়েছেন তাঁর মেয়ে অভিনেত্রী এশা দেওল।
সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, ধর্মেন্দ্র বর্তমানে স্থিতিশীল এবং সুস্থতার পথে আছেন।
মঙ্গলবার এক ইনস্টাগ্রাম পোস্টে এশা লেখেন, 'মিডিয়া অতিরঞ্জিত প্রচারণা চালাচ্ছে ও মিথ্যা খবর ছড়াচ্ছে। আমার বাবা স্থিতিশীল এবং সুস্থ হয়ে উঠছেন। অনুগ্রহ করে আমাদের পারিবারিক গোপনীয়তাকে সম্মান জানান। বাবার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করার জন্য ধন্যবাদ।'
একইভাবে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতার স্ত্রী ও বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনী। তিনি এক্স (পূর্বে টুইটার)-এ লিখেছেন, যা ঘটছে তা অত্যন্ত দুঃখজনক ও দায়িত্বজ্ঞানহীন। একজন যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন, তাঁর সম্পর্কে মৃত্যুর গুজব ছড়ানো অমার্জনীয়। গণমাধ্যমের উচিত দায়িত্বশীল আচরণ করা এবং পরিবারের গোপনীয়তাকে সম্মান জানানো।
মঙ্গলবার সকালে ভারতের কয়েকটি গণমাধ্যম- ইন্ডিয়া টুডে, ইকোনমিক টাইমস, জি নিউজ ও দ্য টেলিগ্রাফ - ধর্মেন্দ্রর মৃত্যুর খবর প্রকাশ করে। এমনকি কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং ও চিত্রনাট্যকার জাভেদ আখতারও সামাজিক মাধ্যমে শোকবার্তা পোস্ট করেন, যা পরে রাজনাথ সিং মুছে ফেলেন।
এ সপ্তাহের শুরুতে ৮৯ বছর বয়সী ‘বলিউডের হি-ম্যান’ খ্যাত ধর্মেন্দ্রকে শ্বাসকষ্টজনিত সমস্যায় মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
১২৬ বার পড়া হয়েছে