তুষারঝড়ে জমে গেল কানাডিয়ান প্রিমিয়ার লিগ ফাইনাল, শমিত সোমদের হার
সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ ৮:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কানাডিয়ান প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর ফাইনাল যেন ফুটবল নয়, বরং তুষারযুদ্ধ! কানাডার রাজধানী অটোয়ার টিডি প্লেস স্টেডিয়ামে মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াসে, ঘন তুষারপাতের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে আতলেতিকো অটোয়া ২–১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে শমিত সোমের দল ক্যাভালরি এফসিকে।
৯০ মিনিটে ১–১ সমতায় শেষ হওয়া ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে, যেখানে মেক্সিকান মিডফিল্ডার দাভিদ রদ্রিগেজের গোলেই শিরোপা নিশ্চিত করে অটোয়া।
ম্যাচজুড়ে তুষারপাতের কারণে খেলাটি বারবার বন্ধ হয়ে যায়। মাঠের টাচলাইন ও পেনাল্টি এলাকার দাগ মুছে যাওয়ায় মাঠকর্মীরা বারবার স্নোপ্লাউ, স্নোব্লোয়ার ও কোদাল দিয়ে তুষার সরান। এমনকি অটোয়ার গোলকিপার নাথান ইনঘামকেও দেখা যায় নিজ হাতে কোদাল চালাতে।
অবিরাম তুষার ও পিচ্ছিল মাঠে পাস দিতে বা দৌড়াতে খেলোয়াড়দের ভীষণ কষ্ট হচ্ছিল। রেফারি প্রথম ৯০ মিনিটে পাঁচবার খেলা বন্ধ করেন। অতিরিক্ত সময়ের আগে মাঠ পরিষ্কার করতে আরও এক ঘণ্টা সময় লেগে যায়। ফলে নির্ধারিত দুই ঘণ্টার ম্যাচ শেষ হতে সময় লাগে প্রায় চার ঘণ্টা।
অটোয়া কোচ দিয়েগো মেজিয়া ঠান্ডা থেকে রক্ষা পেতে তাঁর বদলি খেলোয়াড়দের ড্রেসিংরুমে রাখার নির্দেশ দেন। কিন্তু ক্যাভালরি কোচ টমি হুইলডন জুনিয়র আপত্তি জানান, এটিকে ‘অন্যায্য সুবিধা’ হিসেবে উল্লেখ করেন। পরে রেফারির নির্দেশে বদলিদের বেঞ্চে ফিরিয়ে আনা হয়।
ম্যাচের ৩৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ক্যাভালরিকে এগিয়ে নেন মিডফিল্ডার ফ্রেজার এয়ার্ড। কিন্তু সাত মিনিট পরই দৃষ্টিনন্দন বাইসাইকেল কিকে সমতা ফেরান অটোয়ার রদ্রিগেজ। পরে অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটে তিনিই আবার জালের দেখা পান, যা শিরোপা এনে দেয় আতলেতিকো অটোয়াকে।
বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার শমিত সোম ছিলেন ক্যাভালরির শুরুর একাদশে এবং খেলেছেন ১০৫ মিনিট। পরিসংখ্যান অনুযায়ী, তাঁর দেওয়া ৩০টি পাসের মধ্যে সফল হয়েছে ১৬টি; একটি শট নিয়েও লক্ষ্যে রাখতে পারেননি। ফাউল ও একটি হলুদ কার্ড পাওয়ায় তাঁর ম্যাচ রেটিং দাঁড়ায় ৬.৩।
শমিত শিগগিরই ঢাকায় ফিরবেন জাতীয় দলের সঙ্গে যোগ দিতে। আগামী ১৩ নভেম্বর নেপাল ও ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল।
১২৩ বার পড়া হয়েছে