সর্বশেষ

ভিন্নরকম

গাজীপুরে বাড়ির আঙিনায় শিয়ালের সঙ্গে অদ্ভুত বন্ধুত্ব কৃষকের

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর প্রতিনিধি

সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ ৪:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরের কাপাসিয়া উপজেলার সূর্যনারায়ণপুর গ্রামের কাওলারটেক এলাকায় এক কৃষকের সঙ্গে শিয়ালের অদ্ভুত বন্ধুত্বে চমক দেখা গেছে।

গিয়াস উদ্দিন (৪০) বাড়ির আঙিনায় ‘লালু’ বলে ডাক দিলে পাশের জঙ্গল থেকে শিয়ালটি এসে তার পাশে বসে এবং নানা কায়দায় আদর চায়।

বছরখানেক আগে এক বন্ধু জঙ্গলে পাওয়া একটি শিয়ালছানাকে গিয়াস উদ্দিনের কাছে দিয়ে দেন। এরপর থেকে শিয়ালটি তাঁর সঙ্গে থাকে। গিয়াস উদ্দিন জানান, শিয়ালটি গরু, মুরগি, রান্না করা ভাত-তরকারি, বিস্কুট ও রুটি সহ সব ধরনের খাবার খায়। দিন ও রাতের অধিকাংশ সময়ই এটি বাড়ির ঘর ও উঠানে থাকে, তবে মাঝে মাঝে জঙ্গলে চলে যায়। ডাকলেই ফিরে আসে।

গিয়াস উদ্দিন বলেন, ছোট থেকে পালছি, তাই এর প্রতি মায়া জন্মেছে। মনে হয় এটি আমার বন্ধু। কাজের সময়ও শিয়ালটি পাশে থাকে, এমনকি আমার অন্যান্য পশুপাখিদেরও রক্ষা করে।

প্রতিবেশীরা বলেন, এ ধরনের বন্ধুত্ব তারা আগে কখনো দেখেননি। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, শিয়াল হিংস্র বন্য প্রাণী হওয়ায় নিয়ন্ত্রিত পরিবেশে এবং যথাযথ যত্ন ছাড়া এটি বিপজ্জনক হতে পারে। কাওসিয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন জানান, শিয়াল পালনে টিকা দেওয়া এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইনের বিধি মানা আবশ্যক।

এই ঘটনার মাধ্যমে দেখা যায়, মানুষের সঙ্গে বন্য প্রাণীর এমন মিশ্র সম্পর্কও গড়ে উঠতে পারে, তবে সতর্কতা রাখা অপরিহার্য।

১৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
ভিন্নরকম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন