জাতীয়
ঢাকার মেট্রোরেল নির্মাণ ও পরিচালনায় নিয়োজিত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সকল কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করেছে।
মেট্রোরেলের সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল
স্টাফ রিপোর্টার
সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ ৪:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকার মেট্রোরেল নির্মাণ ও পরিচালনায় নিয়োজিত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সকল কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করেছে।
রোববার কোম্পানির পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুলের স্বাক্ষরিত একটি অফিস আদেশে এ নির্দেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়েছে, মেট্রোরেল ভবন, ডিপো এলাকা, মেট্রোরেল স্টেশন, ডিএমটিসিএলের আওতাধীন বিভিন্ন প্রকল্প ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হল।
অফিস আদেশে সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে, তারা এই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
১০৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর